আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম মায়ের মর্যাদাকে মহিমান্বিত করেছে

নারীর মাতৃপরিচয় হলো সবচেয়ে গর্বিত পরিচয়। নারী মায়ের জাতি। ইসলাম নারীর মর্যাদাকে মহিমান্বিত করেছে মাতৃপরিচয়কে মহিমান্বিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- 'জান্নাত মায়ের পায়ের নিচে'। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, 'আমি মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি।

কারণ তার মা তাকে কষ্টের সঙ্গে গর্ভধারণ করেছে এবং কষ্টের সঙ্গে প্রসব করেছে। '(সূরা আহকাফ : আয়াত ১৫)

উপরোক্ত আয়াতে রাব্বুল আলামিন আল্লাহ বাবা-মায়ের সঙ্গে সন্তানকে সদাচরণের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সন্তানের জন্য মায়ের অতুলনীয় আত্দত্যাগ ও অবদানের কথা উল্লেখ করেছেন। সন্তান যাতে মায়ের প্রতি নিঃশর্ত আনুগত্য পোষণ করে, তার প্রতি শ্রদ্ধা প্রকাশের ক্ষেত্রে যাতে সংশয়াতীত থাকে, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তোমার মা। সাহাবি আবার জিজ্ঞেস করলেন তার পর কে? তিনি জবাব দিলেন তোমার মা।

সাহাবি আবার বললেন এরপর কে? জবাব এলো তোমার মা। আবারও প্রশ্ন করা হলো তার পর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা (বোখারি)। উপরোক্ত হাদিসে সন্তানের সদাচরণের সবচেয়ে বড় হকদার হিসেবে পরপর তিনবার মায়ের নাম উচ্চারণ করে মায়ের প্রতি সন্তানের দায়বোধকে চিহ্নিত করেছেন। এরপর তিনি বাবার কথা বলেছেন। ইসলামে ধর্মীয় প্রয়োজনে জিহাদ ও হিজরতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

কিন্তু বাবা-মায়ের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে তার চেয়েও বেশি। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি তার বাবা-মাকে ক্রন্দনরত অবস্থায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত হওয়ার জন্য উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 'তুমি তোমার বাবা-মায়ের কাছে ফিরে যাও এবং তাদের যেভাবে কাঁদিয়ে এসেছ সেভাবে তাদের মুখে হাসি ফোটাও। ' (আদাবুল মুফরাদ) আরেকবার এক সাহাবি জিহাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন তোমার মা-বাবা কি জীবিত আছেন? সাহাবি হ্যাঁ সূচক জবাব দিলে তিনি তাকে মা-বাবার সেবা করে জিহাদের সওয়াব অর্জন করতে বলেন।

(বোখারি)

লেখক : ইসলামী গবেষক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.