আমাদের কথা খুঁজে নিন

   

ঝোপের আড়ালে আপনই পশু, সম্মুখে মোরা হিতৈষী, এবার আমাদের নিজেদের একটি লজ্জাজনক কথা না বললেই নয়।

ফেস বুকে তারেক রহমানের একটি ভিডিও ক্লিপ দেখলাম। আশা করি হয়তো আপনারাও সাবই ঐ ভিডিও ক্লিপটা দেখেছেন। তাতে তিনি ( তারেক রহমান) তারা বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করেন।
আসলে তারেক রহমান সত্য কথাটি বলেছেন, তবে তিনি একটি শব্দ কম উল্লেখ করেছেন ------ তারেক রহমানের উচ্চারিত পূর্ণ বাক্যটি ছিল আসলে এই রকম---
( জিয়াউর রহমান ছিল বাংলাদেশের প্রথম অবৈধ প্রেসিডেন্ট)
তারেক রহমান ভুলে অবৈধ শব্দটি উল্লেখ করেন নি।

প্রথমে তারেক রহমানের উক্তিটি শুনে হতম্ব হয়ে পড়েছিলাম , পরে চিন্তা করলাম ---- কথায় আছে ( পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়) কোন পাগল কোথায় কি বলবে, সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যাথা কেন? --------


তাছাড়া এই রকম আওলা ঝাওলা ভুয়া রাজনৈতিক বক্তব্য ও ভুয়া রাজনৈতিক ষ্ট্যন্ডবাজী বি,এন,পির নতুন নয়।

যেমন-----

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।
১৫ ই আগষ্ট খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন।

বি,এন,পি যেমন সফল হয়েছে জিয়া ভুয়া স্বাধীনতার ঘোষক বানাতে এবং ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিনটাকে খালেদা জিয়ার ভুয়া জন্ম দিন বানাতে । এটাও সফল হবে অবৈধ ভাবে ক্ষমতা হরণকারী জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বানাতে।

সফল হোক বি,এন,পির ভুয়া ১ম রাষ্ট্রপতি মিশন প্রচরণা।






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।