আমাদের কথা খুঁজে নিন

   

কলাপাড়ায় কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাচনে সরকার দলীয় ৬৪ নেতাকর্মী  ৪৪টি ভোট কেন্দ্র দখল করে বিএনপি সমর্থিত প্রার্থীদের হারানোর পরিকল্পনা করেছে।

এসব কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দেয়াসহ জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের আশংকায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুছা নান্নু মুন্সি ও নারী ভাইন চেয়রিম্যান প্রার্থী নার্গিস আক্তার।

আজ দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি সমর্থিত এলাকায় এ ভোট ছিনতাইয়ের পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এ জন্য এসব এলাকায় ভোট ছিনতাইয়ের বাহিনী করা হয়েছে। প্রতিটি এলাকায় তাদের প্রচারাভিযানে বাঁধা দেয়া হচ্ছে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেয়া হচ্ছে। এছাড়া প্রতিটি ইউনিয়নেই একাধিক বাহিনী ৩১ মার্চ ভোটকেন্দ্র দখল করবে বলে তারা আশংকা করছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু প্রমূখ।

এ ব্যাপারে পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কলাপাড়া শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সেনা ও বিজিবি মোতায়ন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবেন।

সুষ্ঠ নির্বাচনের ব্যাপারে আতংকিত হওয়ার কিছু নেই।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.