আমাদের কথা খুঁজে নিন

   

কলাপাড়ায় পিকনিকের বাস খাদে

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে বাসচাপায় কলেজছাত্রী এবং ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হরিয়ে পুলিশের হাবিলদার নিহত হয়েছেন। চট্টগ্রাম ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে পিকনিকের বাস খাদে পড়ে আহত হয়েছে ৪০ কলেজ শিক্ষার্থী। টাঙ্গাইল : এলেঙ্গায় গতকাল দুপুরে বাসচাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

তবে সে এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে। ভাঙ্গা : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাফিক পুলিশের হাবিলদার মানিক চন্দ্র মজুমদার নিহত হয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়ায়। মানিক ভাঙ্গার মুনসুরাবাদ থেকে মোটরসাইকেলে উপজেলা সদরে আসছিলেন। মুনসুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের গতিরোধকে মোটরসাইকেল ছিটকে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় শুক্রবার রাতে সিএনজি ট্যাঙ্ িথেকে পড়ে কবিতা রানী দাশ নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। কবিতা উপজেলার গাবতলা গ্রামের রতি কান্তি দাশের মেয়ে। রাজবাড়ী : রাজবাড়ী শহরের মুরগীফার্ম এলাকায় শুক্রবার রাতে মাটি বহনকারী বাটা হাম্বারের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের দবির আলীর স্ত্রী। আলেয়া মুরগীফার্ম এলাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

পটুয়াখালী : কলাপাড়ায় পিকনিকের বাস খাদে পড়ে ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। পিকনিক শেষে যাওয়ার পথে কলাপাড়া-পটুয়াখালী সড়কের কুড়িকানি নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। আহতরা মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.