আমাদের কথা খুঁজে নিন

   

বিজিবি র‌্যাব যৌথবাহিনী দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, র‌্যাব-বিজিবি ও যৌথ বাহিনী দিয়ে দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না তেমনি মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়েও গণতন্ত্র রক্ষা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, ভোটবিহীন নির্বাচন, ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই করে এ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিজিবি, র‌্যাব ও যৌথবাহিনী দিয়ে স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করছে। ব্রিটিশবিরোধী আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ করে আমরা মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছিলাম।

এখন তা ভূলুণ্ঠিত হচ্ছে। তিনি বলেন, মানুষ ভুল করতেই পারে।

কিন্তু এখনো সময় আছে জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান-সেই সঙ্গে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিন। শুক্রবার বিকালে উল্লাপাড়া শহীদ মিনার চত্বরে উল্লাপাড়ার শ্রমিক নেতা ও জেলা জেএসডির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সামছুল ইসলাম সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেলিম স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি গাজী স ম আবদুল ওয়াহাবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আবদুল মালেক রতন, সাবেক এমপি আবদুল হামিদ তালুকদার, সাবেক এমপি অ্যাড. সামছুল আলম, দলের জেলা সভাপতি আবদুল হাই, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, বিশিষ্ট আইনজীবী ছানোয়ার হোসেন তালুকদার, আবদুস ছালাম ও সেলিম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খোকন প্রমুখ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.