আমাদের কথা খুঁজে নিন

   

মুজাহিদের শহর ফরিদপুরে বিজিবি মোতায়েন

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে জেলা শহরে।
জেলা প্রশাসক মইন উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেকোনো ধরনের পরিস্থিতি মোকবেলায় পুলিশের পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
হরতালে শহরের বাস টার্মিনাল থেকে কোনো যান ছেড়ে যায়নি। তবে, ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মুজাহিদের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায়, যদিও সেই বাড়িতে এখন কেউ থাকে না।

তার বাবা মাওলানা আব্দুল আলী একাত্তরে জেলা শান্তি কমিটির ৯ নম্বর সদস্য ছিলেন।
মুজাহিদ একাত্তরে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন। আল বদর বাহিনীর প্রধান হিসেবে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দল সোমবার থেকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে।
বুধবার মুজাহিদের রায় ঘোষণার দিনও সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।