আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাককালাম ঝড়ে উড়ে গেল ডাচ্‌রা

প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে মাত্র ৩৯ রানেই গুটিয়ে গিয়েছিল নেদারল্যান্ড। এমন চিন্তা থেকেই কিনা কাল টস জিতে ডাচ্‌দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই দলপতি ম্যাককুলাম। কিন্তু নিউজিল্যান্ডকে অবাক করে দিয়ে ১৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নেদারল্যান্ড। কিন্তু তারপরেও তো পাত্তাই পায়নি তারা। ম্যাককুলামের ঝড়ে উড়ে যায় ডাচ্রা।

৬ বল হাতে রেখে সহজেই জিতে সেমিফাইনালের আশা জিইয়ে রাখে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ৪৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। তিন ম্যাচে নিউজিল্যান্ডের দ্বিতীয় জয় এটি। প্রথম ম্যাচে তারা ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে হারিয়েছে ইংল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ওভার বিড়ম্বনায় হেরে না গেলে কাল সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত কিউইদের।

তবে নেদারল্যান্ডকে হারিয়ে কিউইরা জমিয়ে গ্রুপ '১' এর লড়াই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি দুই দলের জন্যই 'ডু অর ডাই'। যে জিতবে তারাই যাবে শেষ চারে।

কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডের দেওয়া ১৫২ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড।

ম্যাককুলাম ছাড়াও ২২ বলে ২৯ রান করেন কেন উইলিয়ামসন। কোরি অ্যান্ডারসন করেন ২০ রান। ডাচ্ বোলার ফন ডার গুগটেন ৩০ রানে নেন তিন উইকেট। এদিকে প্রথম ম্যাচের দুঃস্মৃতি মাথায় রেখেই কাল সতর্কভাবে ব্যাটিং শুরু করেছিল নেদারল্যান্ড। তারা ১৫তম ওভারে গিয়ে ১০০ রান করেন।

উইলিয়ামসনের করা ওই ওভার থেকে ১৭ রান নেন অধিনায়ক বোরেন। একটুর জন্য হাফ সেঞ্চুরি হয়নি ঠিকই তবে ৩৫ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন ডাচ্ দলপতি। চতুর্থ উইকেটে কুপারের সঙ্গে জুটি বেধে ৬০ রান যোগ করেন বোরেন। কুপার মাত্র ২৩ বলে করেন ৪০ রান। ৪ উইকেটে ১৫১ রান করেন নেদারল্যান্ড।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।