আমাদের কথা খুঁজে নিন

   

নাকে খত দিচ্ছেন তো? আর কি কথা!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে সিইসি'র রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশন মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, 'মানলাম নির্বাচন কমিশন কিছুই না, জিরো। কিন্তু উনি (খালেদা জিয়া) এ জিরোর আন্ডারে করছেন তো নির্বাচন। নাকে খত দিচ্ছেন তো? আর কি কথা!'

ইসির কঠোর সমালোচনামুখর বিএনপির নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে গতকাল আজ রবিবার ইসির মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাচনকে ঘিরে দলটির পক্ষ থেকে ইসির কঠোর সমালোচনা করা হয়। নির্দলীয় এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা দুই পর্বে এগিয়ে থাকলেও পরের দুই পর্বে পিছিয়ে পড়ে।

বর্তমান কমিশনকে অথর্ব, মেরুদণ্ডহীন বলে বিএনপি'র পক্ষ থেকে যে সমালোচনা করে হচ্ছে তার জবাবে মোবারক বলেন, 'উনার দল (বিএনপি) তো আমাদের আন্ডারে ইলেকশন করছেন তো এখন। নাকি করেন নি? আমরা, নির্বাচন কমিশন কিছুই না, জিরো। কিন্তু উনি এ জিরোর আন্ডারে করছেন তো নির্বাচন। নাকে খত দিচ্ছেন তো? আর কি কথা!'

এ নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা কোনও প্রার্থীকে বিএনপির প্রার্থী বলে মনে করছি না। গণমাধ্যমই এদের দলভিত্তিক চেয়ারম্যান উল্লেখ করছেন, তাই নয় কি? ইসিতে প্রার্থীরা কোনও দলীয় পরিচয়ও দেয় নি।

দলগুলোর মরিয়া অবস্থানের কারণে এ নির্বাচনে সহিংসতা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার মোবারক। দলগুলোকে আইন মেনে কাজ করার আহ্বান জানান তিনি।

মোবারক বলেন, 'মানুষ অনেক বেশি ডেসপারেড হয়ে গেছে। এতো ঠিক নয়। আমি এখনো অনুরোধ করবো- আপনারা নিজ দলের সমর্থকদের সহিংসতা থেকে বিরত থাকতে বলুন।

'

সহিংসতা ধাপে ধাপে বাড়তে থাকায় এ নিয়ে প্রশ্ন করলে ক্ষোভ দেখায় নির্বাচন কমিশনারা। ভোটের পরেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির সমলোচনার জবাবে অপর নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, 'আমরা রাষ্ট্রপতি নিয়োগ পাওয়ার পর থেকেই দলটি আমাদের সমালোচনা করে আসছে। এটা নতুন কিছু নয়। '

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.