আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা ভুলেই গেছ ফিউশন ফাইভের নাম.... এই ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ে নীরব কেন কবি?

প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আদাব।
ব্লগে গত তিন-চার বছর তেমন আসা হয়নি। এই মাঝে মধ্যে দু'তিন মাস পর পর একটু করে ঢুঁ মেরে যাই, এই।
কিন্তু সেই কবে থেকে মিস করছি বাংলা ব্লগের জনপ্রিয় তম নিক ফিউশন ফাইভকে, কোথায় হারালেন তিনি? দেশ ও জাতির ক্রান্তিলগ্নে চুপ কেন কবি?
সব শেষ পোস্ট দিয়েছিলেন সেই ২০১২ সালে, এখন ২০১৪।


এই দীর্ঘ সময়ে ঘটেগেছে কতশত প্রলয়। শহীদ হয়ে গেলেন কাদের মোল্লা। মুসাভাই নেমে গেলেন এভারেস্ট থেকে। ৭১-এর পরাজিত শক্তিরা পরাজিত হল ৫ই জনুয়ারি। গোপালির নাম নিয়ে টানাটানি, গোলাপির ট্রেন মিস।

আরও কত কী। কিন্তু কুম্বকর্ণের মত ঘুমচ্ছেন আমাদের ফিউশন ফাইভ, তিনি জাগলেন না, তবু তিনি জাগলেন না। রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.