আমাদের কথা খুঁজে নিন

   

মুগ্ধ হতে ভুলেই গিয়েছিলাম

সুখীমানুষ

মুগ্ধ হতে ভুলেই গিয়েছিলাম নিজের মনের মহলে ডুব দিয়ে দেখেছি কিন্তু মুগ্ধতা নামের কোন কিছুই মনের মহলে পাইনি। আজ আমি এই মুগ্ধতাকে খুঁজে পেলাম তোমার চোখে! আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তুমি কি ভাবলে আমি জানিনা আমি কি ভাবলাম এও আমি জানিনা! শুধু তাকিয়ে রইলাম... এইতো আমার হারিয়ে যাওয়া মুগ্ধতা!!এইতো... চিত চঞ্চল আমি ধীরে ধীরে কেমন করে জানি হয়ে গেলাম জীবন্ত একটুকরো মাংস পিন্ড। সাধ নেই, আহ্লাদ নেই, চাঞ্চল্য নেই। হটাত করেই হাজার ভোল্টের বৈদ্যুতিক শক খাওয়ার মত ঝাড়া দিয়ে ওঠলাম, জেগে ওঠলাম। তোমার মধ্যে আমার সব কিছু খুঁজে পেলাম। সব। এই!! তুমিকি আমার সব কিছু চুরি করে নিয়েছিলে? নাকি এরা সবাই তুমি চুম্বকের কাছে আপনাতেই ছুটে গিয়েছিলো? কোন অজানয় ছিলে এতদিন? কিভাবে এরা চিনলো তোমায়? যদি এই সব আমারও হয়ে থাকে তাহলেও এই সব আমি ফেরত চাইনা, শুধু পাশে থেকে এমনি করে মুগ্ধ হতে দিও! কি দিবেতো?? ৪-১২-০৭, ঢাকা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।