আমাদের কথা খুঁজে নিন

   

মনোময় ভট্টাচার্য ও পণ্ডিত দেবজ্যোতি বোস - ফিরে দেখা নজরুল

মরণ আমার ভালো লাগে মনোময় ভট্টাচার্য হলেন ভারতের, বিশেষ করে বাংলা গানের ক্ষেত্রে, শ্রেষ্ঠ উদীয়মান কণ্ঠশিল্পী। সুমধুর কণ্ঠ ও অসাধারণ গায়কীর সুবাদে, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পঞ্চকবির গান সর্বত্রই তাঁর দৃপ্ত পদচারনা। সুকুমার মিত্র, অনল চট্টোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ সুখ্যাত সঙ্গীত শিক্ষকদের কাছে সঙ্গীত শিক্ষার গ্রহন করার পর, তিনি বর্তমানে পণ্ডিত অজয় চক্রবর্তীর শিষ্য ও সহচর। পণ্ডিত দেবজ্যোতি বোস হচ্ছেন ভারতীয় উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সরোদ বাদক। তিনি উস্তাদ আমজাদ আলী খাঁ সাহিবের শিষ্য ও 'সেনিয়া বাঙ্গাস' ঘরানার অন্যতম প্রধান প্রতিভূ।

মনোময় ভট্টাচার্য ও পণ্ডিত দেবজ্যোতি বোস - ফিরে দেখা নজরুল মনোময় ভট্টাচার্য ও পণ্ডিত দেবজ্যোতি বোসের যুগলবন্দীতে নজরুল গীতির এই রেনডিশনটি আশা করি সবার ভালো লাগবে। ১। অরুনকান্তি কে যোগী ভিখারি ২। সৃজন ছন্দে আনন্দে ৩। মনে পড়ে আজ সে কোন জনমে ৪।

এসো প্রিয় মন রাঙ্গায়ে ৫। সহসা কি গোল বাঁধালো পাপিয়া ৬। রাধা তুলসী প্রেম পিয়াসী ৭। দোলন চাঁপা বনে দোলে ৮। কেন দিলে এ কাঁটা ৯।

সতীহারা উদাসী ভৈরব কোয়ালিটি - ১৯২ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬৪ মেগাবাইটস ডাউনলোড - ফিরে দেখা নজরুল  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।