আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ামিতে নাদালকে হারিয়ে শিরোপা জোকোভিচের

রোববার বিশ্বের সেরা দুই খেলোয়াড় রেকর্ড ৪০তম বারের মতো পরষ্পরের মুখোমুখি হয়েছিলেন। তবে ২৬ বছর বয়সী জোকোভিচ ৬-৩, ৬-৩ গেমে সহজেই নাদালকে হারিয়ে সনি ওপেনের তার চতুর্থ শিরোপাটি তুলে নেন।

গত বছরের অক্টোবরে নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর পর এ নিয়ে টানা তিনবার তাকে হারালেন ৬ টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জোকোভিচ। অবশ্য মুখোমুখি লড়াইয়ে ২২-১৮তে এখনও এগিয়ে আছেন ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছেন এই দুই তারকাই।

তাদের পরেই আছে ইভান লেন্ডল বনাম জন ম্যাকেনরোর ৩৬টি দ্বৈরথ।

শিরোপা জেতার পর জোকোভিচ বলেন, “এই টুর্নামেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ছিল। ম্যাচগুলো আমি খুবই ভালো খেলেছি। টুর্নামেন্ট এগুনোর সঙ্গে সঙ্গে আমার খেলার উন্নতি হয়েছে। আর সেরা পারফরমেন্সটাতো এসেছে রোববার ঠিক সময়মতো।



তবে এই হারে হতাশার কিছু দেখছেন না ২৭ বয়সী নাদাল।

“কোনো হতাশা নেই, এটাই টেনিস; এটাই খেলা। … প্রতিপক্ষ আমার চেয়ে ভালো ছিল। এটাই, আর কিছু না”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।