আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাইমেট চেঞ্জের জন্য বিশ্বের ধনীদেশগুলোর লাইফ স্টাইল দায়ী- ডঃ রোয়ান উইলিয়ামস

ক্লাইমেট চেঞ্জের জন্য বিশ্বের ধনীদেশগুলোর লাইফ স্টাইল দায়ী- ডঃ রোয়ান উইলিয়ামস

ব্রিটেনের সাবেক আর্চ বিশপ অব ক্যান্টারবারী ডঃ রোয়ান উইলিয়ামস গত রাত ইন্ডিপেন্ডেন্টে এক কলামে লিখেছেন, বিশ্বের ক্লাইমেট চেঞ্জের জন্য পশ্চিমা ও ধনীদেশগুলোর ল্যাভিশ লাইফ স্টাইল দায়ী, যাতে গরীব দেশগুলোর এই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের ভুক্তভোগির শিকার।

ব্রিটেনের সাম্প্রতিক বন্যা নিয়েও তিনি আলোকপাত করেছেন, যাতে তিনি লিখেছেন বিশ্বের ক্লাইমেট চেঞ্জের প্রভাব ব্রিটেনেও এসে পড়েছে।এটা যে কতো ভয়াবহ এখন সকলের কাছে তা সহজেই বোধগম্য।

এদিকে গ্লোবাল ক্লাইমেট ওয়ার্নিং নিয়ে গবেষকরা এক স্টাডি পেপারে জানিয়েছেন, ক্লাইমেট চেঞ্জের ফলে বিশ্বে প্রোভার্টি, মাইগ্র্যাশন বেড়েই চলছে, পরিবেশ ও বন্যপ্রাণীর জীবন যাপনের উপর বিরূপ প্রভাব পড়ছে।

এদিকে ক্লাইমেট চেঞ্জের ফলে জনজীবন ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের উপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের সাথে গতকাল ব্রিটেনেও একসাথে গ্রিনিচ মান টাইম রাত ৮টায় একঘন্টার জন্য বাতি(ইলেক্ট্রিক)নিভিয়ে দেয়া হয়। একই সময়ে চীন, মালয়েশিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাজধানীতেও একঘন্টার জন্য সুইচ অফ করে দিয়ে এই গনসচেতনতা পালন করা হয়। ব্রিটেনের পার্লামেন্ট হাউস, লন্ডন আই সহ প্রধান প্রধান জাতীয় ভবনের লাইট অফ করে দেয়া হয়।

লন্ডন আইতে স্পেশাল কনসার্টের মাধ্যমে টিক ৮টায় লাইট অফ করে দিয়ে এই কর্মসূচী পালন করা হয়। একই সময় স্ক্রিনে আইফেল টাওয়ার ও আমর্স্টারডামেও লাইট অফ করে দেয়ার দৃশ্য ভেসে উঠে।


Salim932@googlemail.com
30th March 2014.

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।