আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী চক্ষু ও দন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা। এদিন চক্ষু ও দন্ত রোগী ছাড়াও পাঁচ শতাধিক সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এ সেবার আওতায় ১০০ ছানি রোগীর অপারেশন করা হবে। ক্যাম্পের প্রথম দিন গতকাল তাদের পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি রাখা হয়েছে। দ্বিতীয় দিন (আজ) থেকে শুরু হবে অপারেশন।

এর আগে সকাল ১০টায় বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সেবা কার্যক্রম উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. বি এম আলী ইউসুফ, ইনচার্জ ডা. ওয়াহিদা হাসিন প্রমুখ। বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেলের ব্যবস্থাপক তৈয়বুর রহমান বলেন, 'এরকম একটি ক্যাম্প করতে সাত থেকে আট লাখ টাকা প্রয়োজন। মানুষের কল্যাণে কিছু করার তাগিদ থেকে আমরা এই ক্যাম্প পরিচালনা করছি। ' তিনি আরও জানান, ডা. রুহুল আমিন, ডা. এম এ মতিন, ডা. মিনহাজুর রহমান, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. বি এম আলী ইউসুফ, ডা. মরিয়ম বেগম, ডা. আকমত হোসেন, ডা. নাদিরা বেগম, ডা. গোলাম কিবরিয়াসহ ২০ জনের বিশেষজ্ঞ দল তিন দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করবেন।

হাসপাতালের ইনচার্জ ডা. ওয়াহিদা হাসিন জানান, প্রথম বারের মতো ছানি রোগী অপারেশনে আমরা মোবাইল অপারেশন থিয়েটার ব্যবহার করছি। কোনো রোগী হাসপাতালে আসতে অক্ষম হলে এই থিয়েটার রোগীর বাড়ি গিয়ে অপারেশন করবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।