আমাদের কথা খুঁজে নিন

   

নারীদের নিরাপত্তায় রিভলবার ‘নির্ভীক’

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন আনল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি। ইলাইফ এস৫.৫ নামের এই স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার। পাতলা স্মার্টফোন হিসেবে ইলাইফ পেছনে ফেলেছে হুয়াউয়ের অ্যাসান্ড পি৬ ও বিবিকের ভিভো এক্সথ্রিকে। অ্যাসান্ড পি৬এর পুরুত্ব ৬.১৬ মিলিমিটার আর ভিভোর পুরুত্ব ৫.৭৫ মিলিমিটার।

এ বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তাঁদের ইলাইফ এস৫.৫ স্মার্টফোনটির ঘোষণা দিয়েছিল।

জিওনি দাবি করেছিল, তারাই বিশ্বের সবেচেয়ে পাতলা ফোন বাজারে ছাড়বে।

সম্প্রতি ভারতের গোয়াতে এক অনুষ্ঠানে এই স্মার্টফোনটি ভারতের বাজারে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৭ এপ্রিল থেকে এটি ভারতের বাজারে পাওয়া যাবে। পরবর্তীতে বিশ্বের ৪০ টি দেশে এই স্মার্টফোনটি উন্মুক্ত করতে পারে জিওনি। স্মার্টফোনটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার টাকা।



ধাতব কাঠামোর জিওনির ইলাইফ এস৫.৫ স্মার্টফোনটির ওজন ১৩০ গ্রাম। পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লেতে কর্ণিংয়ের গরিলা গ্লাস৩ সুরক্ষা রয়েছে বলে জানিয়েছে জিওনি কর্তৃপক্ষ।


মিডিয়াটেকের ১.৭ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম সুবিধার স্মার্টফোনটির পেছনে এইলইডি ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ রাখার সুবিধার্থে রয়েছে ২৩০০মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

জিওনি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোন নির্মাতা হিসেবে তাঁরা ভালো অবস্থানে রয়েছে।

২০১৩ সালে দুই কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছিল তাঁরা। এ বছর নতুন স্মার্টফোন বাজারে আসায় তাদের লক্ষ্য আরও বড়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.