আমাদের কথা খুঁজে নিন

   

আজহারের বিরুদ্ধে এক সাক্ষীকে বৈরি ঘোষণা

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে সপ্তম সাক্ষী আমিনুল ইসলামকে বৈরি ঘোষণা করেছে প্রসিকিউশন। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষী আমিনুল ইসলাম জবানবন্দি দেন। কিন্তু তার বক্তব্য প্রসিকিউশনের বিরুদ্ধে যাওয়ায় তাকে বৈরি ঘোষণা করা হয়। জবানবন্দিতে আমিনুল ইসলাম ১৯৭১ সালে রংপুরের বদরগঞ্জ থানার ধাপপাড়ায় পাকবাহিনীর গণহত্যার বর্ণনা দেন। পরে প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই সাক্ষীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেন আদালত।

 ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে আইনজীবী জেয়াদ আল মালুম ও আসামিপক্ষে আইনজীবী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আজহার ২০১২ সালের ২২ আগস্ট গ্রেফতার হন। তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। হাছান আলীকে গ্রেফতারের আবেদন : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তারাইল উপজেলার সৈয়দ মোহাম্মদ হাছান আলী ওরফে হাছেন আলীকে গ্রেফতারের আবেদন করেছে প্রসিকিউশন। গতকাল চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর পক্ষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ আবেদন করেন প্রসিকিউটর আবুল কালাম।

আবেদনে বলা হয়, একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন কিশোরগঞ্জ মহকুমার রাজাকার বাহিনীর কমান্ডার হাছান আলীর বিরুদ্ধে তদন্ত চলছে। বর্তমানে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অবস্থান করছেন। তদন্তের স্বার্থে তাকে দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। তিনি যে  কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন। সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের ওপরে যুক্তিতর্ক উপস্থাপন করেছে সরকারপক্ষ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ ৪৩তম দিনের মতো এ মামলার শুনানি গ্রহণ করেন। সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান উপস্থিত ছিলেন। এ মামলার কার্যক্রম ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ মামলার আসামি মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

এরপর তিনি ভয়ঙ্কর রাজাকারে পরিণত হন। এই রাজাকারের নাম দেলোয়ার সিকদার, দেশের স্বাধীনতার পর তিনি আÍগোপনে চলে যান। পরে নাম ধারণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।  খোকনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও স্থানীয় বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায়ের জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। ট্রাইব্যুনাল-১ জবানবন্দি গ্রহণ করেন।

পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়েছে।   

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.