আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্কচ্ছেদ

ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সকল ধরনের ‘বেসামরিক ও সামরিক সহযোগিতা’ বাতিল করেছে ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)। খবর বিবিসির।

ন্যাটোর মহাসচিব আন্দ্রে ফঘ রাসমুসেন মঙ্গলবার বলেন, ইউক্রেনের ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসন ইউরোপের প্রজন্মের জন্য একটা মারাত্মক হুমকি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে স্বাভাবিক বাণিজ্যও করা হবে না বলে জানিয়েছেন তিনি। এ সময় তিনি ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেওয়ার খবরটি প্রত্যাখ্যান করেন।

এর আগে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সকল সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। সেখানে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার কার্যক্রমকে ‘অবৈধ’ উল্লেখ করে দেশটির সঙ্গে সামরিক ও বেসামরিক সহযোগিতামূলক সম্পর্কচ্ছেদের ব্যাপারে সবাই একমত হন।

তবে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া ইস্যুতে আলোচনা চলবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী জুনে অনুষ্ঠিতব্য ন্যাটো-রাশিয়া কাউন্সিলও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ন্যাটো ইউরোপ ও আমেরিকার ২৮টি দেশের সমন্বয়ে গঠিত একটি সামরিক জোট।

উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা এই জোটের সদস্য। এ ছাড়া তুরস্কসহ বাকি ২৬টি দেশই ইউরোপের।

এদিকে ন্যাটোর এ সিদ্ধান্তের আগে ইউক্রেনের কাছে রফতানির জন্য চুক্তি করা গ্যাসের মূল্য বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেন ছাড়াও পুরো ইউরোপজুড়ে সবচেয়ে বেশি গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া।



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.