আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা রাশিয়ার দিনগুলো

সংশোধনের চেষ্টায় আছি অদ্ভুত ! ৫ টা মাত্র মাস অথচ রাশিয়া কে স্থান দিয়ে ফেলেছি নিজের দেশের পরেই । কেন জানেন ? দেশ থেকে আসার সময় নানা ধরনের নেগেটিভ কথাবার্তা আর রাশিয়া যাবার পর একেবারে ভিন্ন সব কিছু দেখে। তাই পশ্চিম ইউরোপ এ থেকেও রাশিয়াকে ভুলতে পারিনি একবিন্দু। এর সবচাইতে বড় কারণ তাদের ঘুরে দাড়ানো, সোভিয়েত ভাংগন এর পর যে কি অবস্থা হয়ে ছিলো তা কি আজও কেউ ভুলতে পেরেছে? অথচ সদিচ্ছা থাকলে একটা জাতি যে খুব দ্রুতই ঘুরে দাড়াতে পারে তার প্রমাণ এই রাশিয়া। আমি মস্কো থেকে ২০০ কিমি দুরের রিয়াযান নামে ছোট একটা শহরে থাকতাম। প্রথম আসার পরে তো মারাত্নক মন খারাপ থাকত, আসে পাশের বাংগালীরা বোঝাতো " আরে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, নিজের বাড়ির মত মনে হবে , দেখবা....." আরো কত কি !! ( চলবে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।