আমাদের কথা খুঁজে নিন

   

‘ব্লকবাস্টার’ ফ্ল্যাশ মব

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় প্রথম লেগের ম্যাচটি শুরু হবে। একই সময়ে শেষ আটের অপর ম্যাচে ফ্রান্সের দল পিএসজি মাঠে খেলবে ইংল্যান্ডের দল চেলসি।
গত এপ্রিলে শেষ চারের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। আর তাতেই মূলত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলে রিয়াল জিতলেও দুই লেগে মিলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে বরুসিয়া।


ঐ আসরে গ্রুপ পর্বে আরো দুই বার দেখা হয় দল দুটির। সেখানেও জার্মান দলটির মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল আর ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়।
তবে গত বছরের আর এবারের বরুসিয়ার মাঝে বিস্তর ফারাক। তখনকার বরুসিয়া ছিল আগের  দুই মৌসুমের ঘরোয়া লিগের শিরোপা জয়ী দল। আর এবার বুন্দেসলিগায় সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে তারা।

শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
রিয়াল লা লিগায় তৃতীয় স্থানে থাকলেও শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে ইউরোপের সফলতম দলটি।
রিয়ালের জন্য স্বস্তিদায়ক খবর আছে আরো এক। গত এপ্রিলে রিয়ালকে বিধ্বস্ত করতে চারটি গোল একাই করেছিলেন স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। চোটের কারণে পোল্যান্ডের ঐ তারকাকে আজ পাচ্ছে না বরুসিয়া।


শুধু লেভানদোভস্কি নয়, গতবারের রানার্সআপ দলটিতে চোট সমস্যা আছে আরো।
চোট সমস্যা আছে রিয়ালেরও। শুধু বুধবারের এই ম্যাচটিই নয়, পেশির চোটের (হ্যামস্ট্রিং) কারণে ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো দ্বিতীয় লেগেও খেলতে পারবেন না।
এদিকে, এই ম্যাচটি দিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন রিয়ালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এমন এক বিশেষ ক্ষণটাকে নিশ্চয় সাফল্য দিয়েই উদযাপন করতে চাইবেন তিনি।


তাছাড়া এবারের ইউরোপ সেরার মঞ্চে পর্তুগালের এই তারকা আছেনও দারুণ ফর্মে। গ্রুপ পর্বের পাঁচটি ও ‘সেরা ষোলো’ রাউন্ডের দুই লেগ মিলিয়ে মোট যে সাতটি ম্যাচ তিনি খেলেছেন তার সবকটিতেই গোল করেছেন। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোলসংখ্যা ১৩টি।
এক মৌসুমে সর্বোচ্চ গোলের আগের রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার হাতছানি রোনালদোর সামনে। আর তা যদি নিজেদের মাঠেই হয়ে যায় তাহলে তো ‘সোনায় সোহাগা’।


 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.