আমাদের কথা খুঁজে নিন

   

সমকামীর চরিত্রে ফ্র্যাঙ্কো

গ্লাটজে পেশায় ছিলেন একজন উকিল। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতেন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, গাস ভ্যান সান্ট প্রযোজিত গ্লাটজের জীবনের ঘটনা নিয়ে নির্মিতব্য সিনেমায় গ্লাটজের চরিত্রে অভিনয় করবেন ফ্র্যাঙ্কো।
ইয়ং গে আমেরিকা (ওয়াইগিএ) ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ছিলেন মাইকেল গ্লাটজে। একজন সমকামী কিশোরের আত্মহত্যার কাহিনি নিয়ে তিনি নির্মাণ করেছিলেন প্রামাণ্য চিত্র ‘জিম ইন বোল্ড’।


অবশ্য সমকামী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ফ্র্যাঙ্কোর জন্য নতুন কিছু নয়। এর আগেও কয়েকবার সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

২০০৮ সালে ফ্র্যাঙ্কো  ভ্যান সান্ট পরিচালিত ‘মিল্ক’ সিনেমাতেও একজন সমকামী অধিকার অন্দোলনকারীর চরিত্রে অভিনয় করেন। সিনেমাটিতে মূল চরিত্র হার্ভে মিল্কের ভূমিকায় অভিনয় করেছিলেন শন পেন। আর পেনের প্রেমিক স্কট স্মিথের চরিত্রে অভিনয় করেন ফ্র্যাঙ্কো।



২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাওল’ সিনেমায় সমকামী কবি এলেন গিনসবার্গের চরিত্রেও অভিনয় করেন ফ্র্যাঙ্কো। সিনেমাটি পরিচালনা করেছিলেন রব এপসটিন এবং জেফ্রি ফ্রাইডম্যান।
বারবার সমকামী চরিত্রে অভিনয় করার কারণ দেখাতে মজা করে ফ্র্যাঙ্কো বলেন, “সমকামীদের গল্প বলার মিশন হাতে নেইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ‘গে-দের’ জীবন আমাকে আলোড়িত করে। ”
বর্তমানে অনেকগুলো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘ওজ দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ খ্যাত অভিনেতা ফ্র্যাঙ্কো।

এ বছর মুক্তি পাবে তার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘গুড পিপল’, ‘ব্ল্যাক ডগ, রেড গড’, ‘ট্রু স্টোরি’, ভেরোনিকা মার্স’, ‘দ্য ইন্টারভিউ’, ‘দ্য লিটল প্রিন্স’ ‘এভরিথিং উইল বি ফাইন’ ইত্যাদি সিনেমা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।