আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাটট্রিকের পথে অসি মেয়েরা

জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ১৪ রান। ধরা যাক, স্ট্রাইকিং প্রান্তে ড্যারেন স্যামি। ফলাফলটা আন্দাজ করতে খুব বেশি কল্পনা শক্তির প্রয়োজন নেই। এমন কত ম্যাচেই তো ক্যারিবীয় দলপতি দলকে জয় উপহার দিয়েছেন অনায়াসে। কিন্তু স্টেসি অ্যান কিং পারলেন না।

অস্ট্রেলিয়ার আধিপত্য শেষ করে প্রথমবারের মতো ক্যারিবীয় মেয়েদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন তিনি। ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে ড্যারেন স্যামি ক্যারিবীয় মেয়েদের আত্দসমর্পণের শেষ দৃশ্যটা দেখে বার বার ঠোঁট কামড়াচ্ছিলেন অসহায়ভাবে। কিন্তু বৃথাই গেল সব। টি-২০ বিশ্বকাপে ক্যারিবীয়দের হতাশ করে হ্যাটট্রিক শিরোপার পথ প্রশস্ত করে নিল অসি মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

টি-২০তে মেয়েদের চতুর্থ বিশ্বকাপ। গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা হ্যাটট্রিকের পথে এগিয়ে চলেছে। টি-২০তে না হলেও হ্যাটট্রিকের কৃতিত্ব ছেলেদেরও আছে। ওয়ানডের বিশ্বকাপে স্টিভ ওয়াহ-রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে (১৯৯৯, ২০০৩ ও ২০০৭)। মেয়েরা টানা তিনটি না জিতলেও একদিনের বিশ্বকাপে তাদেরও রয়েছে আধিপত্য।

আটবারের বিশ্বকাপে পাঁচবারই চ্যাম্পিয়ন অসি মেয়েরা। গতবারের বিশ্বকাপটা বিশেষভাবে স্মরণযোগ্য। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা ১১৪ রানের পরাজয় মেনে নিয়েছিল ২০১৩ সালের ফাইনালে। ওয়ানডে বিশ্বকাপে পরাজয়ের প্রতিশোধটা তারা নিতে পারত গতকাল। কিন্তু তা আর হলো কই!

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে অসি মেয়েরা।

টি-২০'র জন্য মোটামুটি নিরাপদ স্কোর। তবে এমন স্কোরে জয়ের সুযোগটা দুই দলেরই থাকে। ক্যারিবীয়দের ব্যাটিংও ধাপে ধাপে বিষয়টিকে প্রমাণ করছিল। কিন্তু বাধ সাধলেন অসি বোলাররা। উইকেট শিকারের চিন্তা বাদ দিয়ে রান ধরে রাখার কৌশল নিলেন অধিনায়ক ম্যাগ ল্যানিং।

সফলও হলেন তিনি। ক্যারিবীয়দের উইকেট পড়েছে মাত্র ৪টা। কিন্তু লক্ষ্যটা স্পর্শ করা হয়নি তাদের। থেমে যেতে হয় ১৩২ রানেই। দিয়েন্দ্রা দতিন ৩৫ বলে ৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।

তাকে ভালোভাবেই সঙ্গ দিয়েছেন কিং (৩৫), টেইলর (২৪) ও নাইটরা (২১)। কিন্তু অস্ট্রেলিয়ান মেয়ে ভিল্লানি (৩৫), ল্যানিং (২৯) এবং হিলির (৩০) সংগ্রহটা স্পর্শ করতে পারেননি ক্যারিবীয় মেয়েরা। ম্যাচ সেরা তারকার পুরস্কার জিতেছেন অসি মেয়ে এরিন অসবর্ন। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। এছাড়াও দারুণ একটা ক্যাচ লুফেছেন তিনি।

আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালেই নিশ্চিত হবে ৬ এপ্রিলের ফাইনালে অসি মেয়েদের প্রতিপক্ষ।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.