আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে স্মার্টফোনের মেলা শুরু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন।
শনিবার পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। মেলায় ঢুকতে কোনো টাকা দিতে হবে না।
মেলায় ১০টি প্যাভিলিয়ন এবং আটটি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শন করা হচ্ছে।

এলজি, আসুস, এসার, লেনোভো, ফ্লোরা লিমিটেড, আরকোস, আয়নল, গ্যাজেট গ্যাং ৭ ও কোবিসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে মেলায়।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বর্তমানে মোট জনসংখ্যার ২৪ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছেন। পাঁচ বছর আগেও এ হার ছিল মাত্র ৪ শতাংশ।
বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সহজে ও দ্রুততার সঙ্গে প্রযুক্তিকে গ্রহণ করছে মন্তব্য করে তিনি বলেন, “ভিডিও কল ও বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দৈনন্দিন কাজকে সহজতর করাসহ মানুষ নিত্যপ্রয়োজনীয় সঙ্গী হিসেবে স্মার্টফোনকে গ্রহণ করেছে। ”
এক্সপো মেকারের আয়োজনে এ মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

কো-স্পন্সর হিসেবে রয়েছে অ্যাভিরা, নকিয়া, স্যামসাং ও সিম্ফনি।

 


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে রবি আজিয়াটা লিমিটেডের নির্বাহী উপ-অধিকর্তা খালেদুর রহমান দেওয়ান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এবং স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন আরো উপস্থিত ছিলেন।
ওয়ালটনের নতুন স্মার্টফোন
দেশের স্মার্টফোনের বাজারে শক্তিশালী প্রসেসর সংবলিত প্রিমো জেডএক্স স্মার্টফোন আনছে ওয়ালটন।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে শক্তিশালী প্রসেসর-সংবলিত সর্বোচ্চ ধারণক্ষমতার হ্যান্ডসেট প্রিমো জেডএক্স আগামী ৪ এপ্রিল বাজারে আসছে।
আধুনিক কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল-সিএনসি পদ্ধতিতে প্রিমো জেডএক্স সেট তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.