আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব অটিজম সচেতনতা উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী!

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সারা বিশ্বে এপ্রিল মাসকে অটিজম সচেতনতা মাস হিসেবে উদ্যাপন করা হয়। পজিটিভ থিংকিং এ উপলক্ষে এপ্রিল মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। পজিটিভ থিংকিং ২০০৯ সালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করে। এটি একটি অলাভ জনক প্রতিষ্ঠান।

মাত্র ৪জন অটিস্টিক শিশুকে নিয়ে স্কুলটি যাত্রা শুরু করেছিল। বর্তমানে ২০ জন শিশু ১ছাত্র:১শিক্ষক পদ্ধতিতে নিয়মিত পাঠদান/প্রশিক্ষণ পাচ্ছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, ফেনী ও বরিশাল থেকে নিয়মিত বিশেষ চাহিদা সম্পন্ন ও অটিস্টিক শিশুদের অভিভাবকরা প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রতিষ্ঠনটি যাত্রালগ্ন থেকে অটিস্টিক/বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এমন একটি পরিবেশ তথা সমাজ তৈরীর লক্ষ্যে কাজ করছে যেখানে অন্য সব সাধারণ শিশুদের মত বিশেষ শিশুরাও স্বাস্থ্য, শিক্ষা, পুনর্বাসন, চিকিৎসা, তথ্য-প্রযুক্তি, বিনোদন এবং সামাজিক নিরাপত্তা ও অধিকার অর্জন করবে। যোগ্যতা অনুযায়ী বিশেষ শিশুরা স্ব-স্ব অবস্থানে দক্ষতা প্রমাণের মাধ্যমে সমাজে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠা লাভ করবে এই স্বপ্ন বাস্তবায়নই উদ্দেশ্য।

নিয়মিত স্কুলিং এর পাশাপাশি, সামাজিক আচরণ প্রশিক্ষণ ও ভাষাগত/ ইশারায় যোগাযোগ উন্নয়ণের মাধ্যমে অটিস্টিক শিশুদের প্রতিভার বিকাশ ঘটিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমরা সচেষ্ট। অটিস্টিক শিশু তার পরিবার, শিক্ষক এবং বিশেষজ্ঞ একটি নিবিড় দল হিসেবে দায়িত্ব ভাগ করে শিশুটির উন্নয়নের লক্ষ্যে কাজ করে। শ্রেণীকক্ষে অভিভাবককে উপস্থিত রেখে প্রশিক্ষণের মাধ্যমে অটিস্টিক শিশুর অবস্থার উন্নয়নের অংশীদারিত্ব ভাগ করে নেয়া হয়। যে কোন পরিস্থিতিতেই শিশুর উন্নয়নই পজিটিভ থিংকিং অগ্রগণ্য করে।

বিশ্ব অটিজম সচেতনতা মাস এপ্রিল ২০১৪ উদ্যাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচী ও সাইকেল র‌্যালী কর্মসূচীগুলি হলো:
সাইকেল র‌্যালী: ৪ এপ্রিল ২০১৪ ইং তারিখে আয়োজিত সাইকেল র‌্যালিটি পৃথক তিনটি স্থান থেকে শুরু হবে।

১টি দল উত্তরা থেকে সকাল ৮ টায়, ২য় দল মোহাম্মদপুর থেকে সকাল ৮.৩০ মিনিটে এবং ৩য় দল লালবাগ থেকে সকাল ৮.৩০ মিনিটে শুরু হবে। র‌্যালি ৩টি সকাল ১০ টায় শাহবাগে অবস্থিত চারুকলা অনুষদের পাশে ছবির হাটে এসে উপস্থিত হয়ে শেষ হবে। উক্ত র‌্যালিটি সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে সাইক্লিস্টরা অংশগ্রহণ করবে। বিশ্ব অটিজম সচেতনতা মাস উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচীতে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি কাম্য করছে প্রতিষ্ঠানটি। আরো থাকছে প্রখ্যাত গানের দল জলের গান এর কনসার্ট, ১৯ই এপ্রিল চিত্রশালা অডিটরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমী।

৩ দিন ব্যাপী অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রকর্ম ও হস্তশিল্প প্রদর্শনী, অনুষ্ঠানটি শুরু ২৭-২৯ এপ্রিল, স্থান: দৃক গ্যালারী।
অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি দেখতে চোখ রাখুন webtvnext.com এ। webtvnext হল কম্পিউটার জগৎ এর অঙ্গপ্রতিষ্ঠান।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.