আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্রামে রোনালদো

রোনালদোর হাটুর চোট গুরুতর না হলেও দলের সেরা তারকাকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না রিয়াল। তাই এবারের আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ছাড়াই সোসিয়েদাদের মাঠে খেলতে যাবে তারা। চলতি মৌসুমে লিগে ২৮ গোল করেছেন রোনালদো।

রোনালদোকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “আগামীকাল (শনিবার) ক্রিস্টিয়ানোকে আমরা বিশ্রাম দেব কারণ সে একটু ক্লান্ত। তাছাড়া আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাই না।

সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ”

গত বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৮০ মিনিটে রোনালদোকে তুলে নেন আনচেলত্তি। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেন, রোনালদো হাঁটুতে সমস্যা অনুভব করায় তাকে তুলে নেন তিনি। তবে তা বড় কোনো দুশ্চিন্তার কারণ নয় বলেও জানান। ঐ ম্যাচে ৩-০ গোলে জিতেছিল রিয়াল।



লা লিগায় শনিবার মাঠে নামবে ৩১ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে নিয়ে শীর্ষে থাকা আতলেতিক মাদ্রিদ ও ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনাও। আতলেতিকো খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে রিয়াল বেতিসের সঙ্গে।

৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।