আমাদের কথা খুঁজে নিন

   

বঞ্চিত কর্মকর্তারা ফের দেখা করলেন জনপ্রশù

বর্তমান সরকারের আমলে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়ে থাকা ও পদায়নবঞ্চিত কর্মকর্তারা আবারও দেখা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদারের সঙ্গে। দাবি জানিয়েছেন পদোন্নতি ও পদায়নবঞ্চিতদের বিষয়টি বিবেচনা করার জন্য। এ সময় তারা সঙ্গে নিয়ে যান সরকারের প্রভাবশালী আমলা স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানকে। তারা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকবেন। তবে তাদের এ দাবি আদায়ের চলমান আন্দোলন প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্তি হয়ে পড়েছেন বঞ্চিত ওএসডি কর্মকর্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন দাবি জানানোর সময় স্থানীয় সরকার বিভাগের সচিবকে সঙ্গে নিয়ে যাওয়ায়। জানা যায়, প্রশাসনে বিএনপি-জামায়াত সমর্থক হিসেবে পরিচিত ওএসডি কর্মকর্তারা গতকাল সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে জড়ো হন। এরপর বেলা ১১টার দিকে ৩০-৩৫ জন ওএসডি কর্মকর্তা যান সচিব আবদুস সোবহান সিকদারের দফতরের সামনে। তাদের নেতৃত্ব দেন ওএসডি যুগ্ম-সচিব বিজন কান্তি সরকার ও আবদুস সাত্তার। এরপর সেখান থেকে কয়েকজন কর্মকর্তা যান সচিবের কক্ষে। তারা সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনকালীন বর্তমান সরকারের সময়েই তাদের দ্রুত পদোন্নতি দেওয়া ও পদায়নের দাবি জানান।

আবদুস সাত্তার ও বিজন কান্তি সরকার জানান, তাদের কারও বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা না থাকলেও দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে। এ অবস্থায় তারা জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের পদোন্নতি ও পদায়নের দাবি জানিয়েছেন। ইতিপূর্বে তারা ২৭ নভেম্বর আরও একবার মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসসন সচিবের সঙ্গে দেখা করে একই দাবি জানিয়েছেন। এ দুই ওএসডি কর্মকর্তা দাবি করেছেন, জনপ্রশাসন সচিব তাদের দাবির বিষয়ে আশ্বাসও দিয়েছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.