আমাদের কথা খুঁজে নিন

   

বেঙ্গল গ্যালারিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

রাজধানীর ধানমণ্ডি বেঙ্গল গ্যালারিতে গতকাল শনিবার সন্ধ্যায় 'কালি ও কলম' আয়োজিত আলোচনা সভায় বাংলা কবিতার দিক দিগন্ত নিয়ে এক প্রাণবন্ত আলোচনা করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, বাংলা কবিতায় আমাদের তিনটি প্রাপ্তি রয়েছে। বাংলা কবিতা আমাদের আনন্দের মুহূর্তগুলোকে সমর্থন করে, আমাদের শোকে সান্ত্বনা দেয় এবং লড়াইয়ে টিকে থাকার শক্তি সঞ্চার করে।

নিজের কথা বলতে গিয়ে কবি বলেন, আমি যখন কবিতা লিখি তখন এতকিছু ভেবে লিখি না। তবে যারা কবিতার দিকে হাত বাড়িয়ে আছেন তাদের কিছু দিতে পারলেই আমার লেখা সার্থক বলে মনে করি আমি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক অ্যামিরিটাস আনিসুজ্জামান এবং কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.