আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা মওদুদির নামে দরুদ ও সালাম পাঠ করি।

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত এক পোস্টে বিতর্ক হচ্ছিল ব্লগার ওমেগা পয়েন্টের সাথে। বিতর্কের এক পর্যায়ে সে বলল, আমরা নাকি বিনা কারণে মওদুদির বিরোদ্ধে লেখি। সে রেফারেন্স ছাড়াই একজন ইসলামিক স্কলারের নাম বলল, তিনি নাকি বলেছেন, মওদুদি ইসলামকে পূর্ণাংগ হিসেবেই উপস্থাপন করেছেন। অথচ জাশির প্রতিষ্ঠাতা মওদুদি লেখে, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কেঃ “আল্লাহ তা’য়ালার নিকট কাতর কন্ঠে এই আবেদন করুন, যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল তা সম্পন্ন করার ব্যাপারে আপনার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন।

” (তাফহিমুল কোরআন (বাংলা) ১৯শ খণ্ড, ২৮০পৃ. মুদ্রনেঃ ওরিয়েন্টাল প্রেস, ঢাকা ১৯৮০ ইং এবং কোরআনের চারটি মৌলিক পরিভাষা (বাংলা) ১১২পৃ. ৮ম প্রকাশ, আধুনিক প্রকাশনী: জুন ২০০২) প্রিয়নবী (স.) এর দায়িত্ব ছিল, ইসলামকে জগতের সামনে পুর্ণাঙ্গরুপে উপাস্তাপন করা। এতে তার ত্রুটি কিংবা অসম্পুর্ণতা থাকার মানেই হল তিনি ইসলামকে পুর্ণাঙ্গরুপে উপাস্তাপন করতে পারেন নি। অথচ জামাতিদের কাছে পেরেছে আবু আলা মওদুদি। তাই আসুন আমরা আর ভুল না করি। এখন থেকে দরুদ ও সালাম পাঠ করি আবু আলা মওদুদির নামে।

------------------------------------------------------- উল্টাপাল্টা মউদুদি(একটি রম্য কবিতা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।