আমাদের কথা খুঁজে নিন

   

ছোট মামা

আজ এমন সুন্দর মেঘলা দিনে ছোট মামার কথা খুব মনে পড়ছে। স্কুল এ যখন পরতাম বার্ষিক পরীক্ষা শেষ হলে নানা বাড়ি ছুটে যেতাম। সেখানে ছোট মামার সাথে বেশি সময় কাটত। মামা এনজিও তে কাজ করার সুবাদে শ্রীমঙ্গল সহ অনেক পাহাড়ি এলাকাই ঘুরতে নিয়ে যেত।

এত সুন্দর জায়গা ছিল,আর যাদের সাথে দেখা করতে যেতাম তারা বিভিন্ন ফল খেতে দিত।

ছোট মামা তার ভাইগ্না দের খুব বেশি আদর করত। নিজের কাছে কিছু থাকুক বা না থাকুক চেষ্টা করত।

নানা বাড়ির সামনে অনেক বড় একটা মিল হয়েছিল আমি মামা কে জিজ্ঞেস করেছিলাম ''মামা এটা কি'' মামা বলেছিল এখানে কাপড় বানানো হয়।

আমি তখন চিন্তা করেছিলাম একবার যদি ভেতরে গিয়ে দেখতে পারতাম কিভাবে কাপড় বানানো হয়।

মামার কাছে অনেকে সময় অনেক অন্যায় আবদার করতাম, কিছু বলত না শুধু হাসত।



২০০৫ এ যখন আমি সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম তখন এপ্রিল এ আমার অরিএনতেসন ক্লাস চলছিল, ৭ দিনের সময় হটাত করে আমার ছোট মামার মৃত্যু সংবাদ পেলাম। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

আমি বিশ্বাস করতে পারছিলাম না, সেই সাথে আমার সংবাদ টাও দিতে পারিনি।

আজ মামা থাকলে হয়ত দেখে যেত পারত। তোমাকে মামা প্রতি মুহূর্তে মনে পরে।



তোমার আত্মা শান্তিতে থাকুক আর আল্লাহ্‌ তোমাকে বেহেশতে নসিব করুক। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।