আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সকল প্রান্তের প্রতিটি সন্তানের হৃদয়জুড়ে থাকুক | বাবা-মায়ের প্রতি অসম্ভব আবেগ, শ্রদ্ধা এবং ভালবাসা |


------------------------------------------------
সত্যিই কি বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে মিশ্রিত হয়ে যায়??
অনেকে’ই বলেন যে-মায়ের সাথে ছেলে-সন্তা’নের এবং বাবার সাথে মেয়ে -সন্তা’নের
ভাববিনিময় বেশি হয়ে থাকে। কথাটা’কে একেবারে অগ্রাহ্য করা যাবে না।
অন্তঃত আমার ক্ষেত্তে’ত নয়ই।
সেই ছোটবেলা থেকেই বাবার শাসনে বড় হয়েছি।

সেই শ্রদ্বাবোধ থেকেই বাবার সাথে কখনও কাছ থেকে কথা বলার সাহস পাই’নি,
বড় হয়ে যাওয়ার কারণে এক্টু এক্টু পাই।


এই কয়েক’দিন আগের কথা,ঈদের পর বাসায় গিয়েছি।
দাদুও সিক ছিল তাই বলতে গেলে তাড়াহুড়ো করে’ই যাওয়া।
আমার আবার বাসায় যাওয়ার কয়েকদিন আগে থেকেই প্রিপারেশন নেয়া চলে।
এই যেমন ডিসেন্ট এক্টা হেয়ারকাট,ক্লীন শেভ এবং পরিপাটী ড্রেস চূজ করা ইটিসি। :p
যদিও উনাদের ভাষ্য-মতে, ‘আমি নাকি ওয়াল্ডে’র সব চেয়ে অগোছালো এক্টি ছেলে’ এন্ড ব্লা ব্লা ব্লা…..!
[সব্বারি কমবেশি এই কথাগুলো শুনতে হয়, আমি কেন বাদ যাব-হাহ]
এবারে শুধু ভূল করে শেইভ করে যাই’নি, আর তাই যাওয়ার দিন থেকে’ই আম্মাজানের চিল্লানি’র সাথে আব্বাজানের চোখ রাঙানি ননস্টপ ছিল, আজকে শেইভ করতে গিয়ে কথাগুলি মনে পরতেছিল।


[জীবনের গল্প]










অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.