আমাদের কথা খুঁজে নিন

   

মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্য

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের তিন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। জব্দ তালিকার এই তিন সাক্ষী হলেন চট্টগ্রাম পাবলিক লাইব্রেরির বুক সর্টার কাউসার শেখ, বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া ও প্রধান গ্রন্থাগারিক মোবারক মিয়া। এই তিনজন প্রসিকিউশনের ২১, ২২ ও ২৩তম সাক্ষী। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জবানবন্দি গ্রহণ করেন। এদের মধ্যে কাউসার শেখ ও মোবারক মিয়াকে জেরা করবে না বলে আসামি পক্ষ জানিয়েছে। তবে এজাব উদ্দিন মিয়াকে জেরা করেন আইনজীবী মিজানুল ইসলাম। জেরা শেষে এ মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

কায়সারের পক্ষে জেরা

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী মোহাম্মদ আলী পাঠানকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। এ সাক্ষীকে জেরা করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।