আমাদের কথা খুঁজে নিন

   

আকার একার এবং বাঙ্গালী

বাংলা ভাষাটা বড়োই অদ্ভুত। শুধু একটা আকার একারই ঘটিয়ে দিতে পারে বিশাল অঘটন।
যেমন আমার এক বন্ধুর ঘটনাই ধরুন না। কথায় কথায় বলে ফেললো "এই টুকুন বাচ্চারে কুকুর পালে"
বুঝলেন কিছু?
আসলে ও বলতে গেছে "এই টুকুন বাচ্চারা কুকুর পালে"
দেখুন অবস্থা। একটা একার কি না ঘটাই দিলো কথাটার।



বাংলা ভাষা এমনি এক কঠিন ভাষা যে গুগল এর মতো কোম্পানি দীর্ঘদিন চেষ্টা করেও আজ পর্যন্ত এই ভাষার জন্য সঠিক অনুবাদ কারক বানাতে পারেনি। যদিও এখনো তারা চেষ্টা করে যাচ্ছে।

তাও মাঝে মাঝে দেখি ভুল বাংলা, ইংরেজিতে লিখা বাংলা ইত্যাদি নিয়ে অনেকে হাসাহাসি করেন। যদিও তাদেরকে কখনো এই বাংলা ভাষার জন্য কাজ করতে দেখিনি। দেখিনি ভুলটি ধরিয়ে দিয়ে সঠিকটি শিখতে সাহায্য করতে।

দেখিনি সীমাবদ্ধতা দূর করতে সাহায্য করতে।

তাও সবাই বাঙ্গালী। সব শেষে বাংলাদেশী . . . . . . .

প্রথম প্রকাশিত > Moinsbd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.