আমাদের কথা খুঁজে নিন

   

মগজের আকার....

মন ভাল নেই... বিশ্বের উত্তর প্রান্তের মানুষের মগজ এবং চোখ বড়। উত্তরের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশেষত, কুয়াশাচ্ছন্ন শীতকাল আর ঘোলাটে আকাশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্যই বিশ্বের অন্য প্রান্তের মানুষের সঙ্গে তাদের এ তফাৎ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বজুড়ে ১২ টি ভিন্ন জাতিগোষ্ঠীর ৫৫ টি মাথার খুলির নিয়ে তারা এই গবেষণা চালান। খুলিগুলোর চোখের কোটর এবং মগজ ধারণ ক্ষমতা পরিমাপ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছান।

গবেষণায় দেখা গেছে, বিষুবরেখা থেকে যে জনগোষ্ঠী যত দূরে বাস করে তাদের মগজের আকার তুলনামূলক বড়। 'বায়োলজি লেটারস' নামক এক সাময়িকীতে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, এর কারণ যে তারা চটপটে তা নয়। কারণ হচ্ছে, বিষুব রেখা থেকে দূরবর্তী স্থানে স্বল্প আলোর জন্য মগজে তুলনামূলক বড় দৃষ্টি কার্যকর অংশ প্রয়োজন হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব অ্যানথ্রপোলজি'র গবেষক এইলানড পিয়ার্স এ গবেষণা পরিচালনা করেছেন। তিনি বলেন, "বিষুব রেখা থেকে যত দূরে যাবেন আলোর পরিমাণ তত কমবে।

আর সে কারণেই ওই অঞ্চলে বসবাসকারী মানুষের চোখ ক্রমেই বড় হয়েছে। আর অতিরিক্ত দৃষ্টি ক্ষমতা ধারণের জন্য তাদের বড় মগজেরও প্রয়োজন হয়। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।