আমাদের কথা খুঁজে নিন

   

WinRAR সফটওয়্যার এর থিম পরিবর্তন করে RAR এবং ZIP ফাইল গুলো দেখতে আরো সুন্দর করে তুলুন।

কম্পিউটার ব্যবহার করে WinRAR সফটওয়্যার চিনে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না বললেই চলে।
তবে আমি কিছু পেয়েছি! যাই হোক তাদের কথা বাদ আমরা আসল কাজে আসি। WinRAR সফটওয়্যার এর ডিফল্ট থিম দেখতে দেখতে আমার মত যাদের বিরক্ত লাগা শুরু হয়েছে আজকে তাদের জন্য এই টিউন। WinRAR এর Official Site এ অনেক গুলো সুন্দর থিম আছে আমরা অনেকে তা ব্যবহার করি। যারা করেন না তারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

সাথে WinRAR ফুল ভার্সন আছে। আমরা অনেক WinRAR যে একটিভ করার দরকার আছে সেটাও জানি না। ইন্টারনেটে অনেক একটিভেশান পাওয়া যায় সমস্যা একটাই ভাইরাস। আমি একটি key ফাইল দিয়েছি। সেটাপ ফাইল এবং key ফাইল একই ফোল্ডার এ রেখে সেটাপ দিলে অটো একটিভ হয়ে যাবে।

WinRAR Theme ফোল্ডার থেকে যে কোন একটি থিম সেটআপ দিন। Start Menu থেকে WinRAR ওপেন করুন তারপর Options > Themes > থেকে থিমটিকে সিলেক্ট করে দিন কাজ শেষ। এবাবে একটা একটা করে সেটআপ দিয়ে দেখেন আপনার কোনটা ভাললাগে। আমার থিম গুলা ভাল না লাগলে এই লিঙ্ক এ গিয়ে আরও ডাউনলোড করে নিতে পারেন।
যদি না বুঝেন তা হলে এই ভিডিও Tutorial টি দেখে নিন।



ফেসবুকে আমি - Abdul Motaleb

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.