আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দুদের ভারতকে সমর্থন করা অতি স্বাভাবিক ব্যাপার

একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রিয় বিষয় নিয়ে কথা না বলে পারছি না।

প্রসঙ্গ হচ্ছে ক্রিকেট মাঠে অন্য দলকে সমর্থন প্রসঙ্গ।

কালকে ফেসবুকের বিভিন্ন জায়গা এবং বাস্তবে খেলা দেখার সময়ই অনেককেই দেখলাম খেলা একদল ভারতের পাশাপাশি হিন্দু ধর্মকে এক হাত দেখে নিলো। অবশ্য এই দৃশ্য এখন সহনীয় হয়ে গেছে যদিও মুখের তিতকুটে ভাবটা এখনও আসে। কিন্তু কি করার আছে সিংহভাগ লোককেই দেখি হিন্দুদের “মালাউন” “নম” ইত্যাদি নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

আসলে ভিন্ন ধর্ম মতকে মানুষ যতদিন সম্মান দিতে পারবে না ততদিন এই সমস্যা থাকবেই।

যাই হোক আসল কথায় আসি আর তা হচ্ছে হিন্দু ধর্মের ভারতকে সমর্থন প্রসঙ্গ। এই নিয়ে একটা থ্রেডের আলোচনা দেখে সত্যি অনেক কষ্ট লাগলো। কয়েকজনের কমেন্ট নাম ছাড়া হুবুহু নিচে দিলামঃ-

ব্যাক্তি-১ আমার মনে হচ্ছে স্ট্যাটাস টায় হিন্দু সম্প্রদায় কে আঘাত করে লেখা হয়েছে ৷ যে দোষ করেছে তাকে দোষারোপ করা উচিত ছিল ৷ সম্প্রদায় কে না ৷

ব্যাক্তি-২ জিনিসটা কে কিভাবে দেখবেন জানি না , তবে কোন হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিকে আমি যে কোন ক্ষেত্রে ভারত ব্যতীত অন্য কোন দল সাপোর্ট করতে
দেখিনি । পারলে যেন বাংলাদেশ সমর্থন বাদ দিয়ে ভারতকেই সমর্থন করতে চান ।



ব্যাক্তি-১ ভাইয়া এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না ৷ উদাহরণ হিসেবে আমি নিজেকে এবং আমার পরিবার কে উপস্থাপন করতে পারি।

ব্যাক্তি-২ দাদা শতকরা ৯৫% এর মাঝে এই ধরনের কার্যকলাপ লক্ষ করছি ।

ব্যাক্তি-১ হিন্দু অধ্যুষিত হওয়ায় অনেকেই করে থাকে ৷ তবে সেটা কখনোই ৯৫ না ভাইয়া ৷ ১০ জনে ১ জন হবে বেশি হলে ৷এইজন্য জাতি নিয়ে সবাইকে ব্লেম করিয়েন না ভাইয়া। আমি পাকিস্তান কে যেমন ঘৃণা করি তেমন ভারত কেও করি তাদের আচরণে ৷


এইখানে ব্যাক্তি ১ হিন্দু ধর্মের এবং ব্যাক্তি ২ মুসলমান ধর্মের। ব্যাক্তি ১ হিন্দু হলেই মানুষ ভারত সমর্থন করে না এইটা প্রমান করতে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান আর ভারতকে তার ঘৃণার দৃষ্টিতে এক কাতারে দাড় করিয়ে ফেলেছে।

আসলেই কি তা ঠিক হয়েছে ?? এই প্রশ্নই অবান্তর, কোন হিসেবেই জাতি হিসেবে আমরা পাকিস্তানকে অন্য জাতির চাইতে কম বা সমান ঘৃণা করা যায় না। আসল কথা তা না আসল হইলো ব্যাক্তি ১ এর আপ্রান চেষ্টা করার প্রয়াস যে হিন্দু মাত্রই ভারত করে না। হিন্দুদের কি ভারতকে সমর্থন করাই স্বাভাবিক নয়??
আমরা খেলাধুলায় কিংবা যেকোন বিষয়ে কেনো বাংলাদেশ করি??
কারন যখন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ মুখোমুখি হয় তখন চোখের পলকেই আমরা আমাদের জাতি স্বত্বার মাধ্যমে সেই দলকে সমর্থন করি। আবার যখন বাংলাদেশের ভিতরই বিভিন্ন বিভাগ মুখোমুখি হয় তখন চোখের পলকেই আঞ্চলিকতার স্বত্বার মাধ্যমে আমরা নিজের বিভাগের পক্ষ নিই। সেই দাবিতেই আমরা এক বিভাগের বিভিন্ন জেলা মুখোমুখি হলে নিজের জেলার, এক জেলার বিভিন্ন থানা মুখোমুখি হলে নিজেরা থানা, এক থানার বিভিন্ন ইউনিয়ন মুখোমুখি হলে নিজের ইউনিয়নের সমর্থন করি।



এমন করেই যখন দুইটি দল যখন মুখোমুখি হয় তখন যেকোন এক দলের ভিতরে আমরা নিজের সত্বা খুঁজে পাওয়ার চেষ্টা করি। অন্য কোন স্বত্বার সাথে সংঘর্ষ না হলে ধর্মীয় স্বত্বার মাধ্যমে যে কেউ মুখোমুখি হওয়া দুই পক্ষের মধ্যে নিজে এক পক্ষ নেয়। যেমন আমাদের মুসলমানের ধর্মীয় সত্বা পাকিস্তানের সাথে মিললেও তা জাতি স্বত্বার সাথে চরম সাংঘরষিক বিধায় আমরা পাকিস্তানের সমর্থন করতে পারি না। আবার ফুটবল খেলায় ইরানের সমর্থন করি অনায়াসে যেহেতু ওদের সাথে আমাদের আর কোন শত্রুতা নাই তাই ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেই। তেমনি আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অনায়াসেই ভারতের সমর্থন করতে পারে যেহেতু তাদের সাথে আমাদের জাতিগত কোন শত্রুতা নেই উল্টো তাদের উপর নানাভাবে আমরা নির্ভরশীল।

তাই যারা বাংলাদেশ বাদে অন্য দেশের সাথে খেলা হইলে ভারতকে সমর্থন করলে যারা আকারে ইঙ্গিতে অন্য কিছু বুঝাতে চায় ,সমস্যা হচ্ছে তাদের।

সর্বশেষ বলবো সুধাংশু হয় পালা নাইলে মনের পথে চল, এই দেশটা নির্দিষ্ট ধর্মের না সমস্ত মানুষের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.