আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি হিন্দুদের পাশে: ফখরুল

রোববার রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উৎসবের এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, হিন্দু সম্প্রদায়ের ন্যায়সঙ্গত সব দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। আপনাদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনো আইন আমরা পাস করতে দেব না। হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বিএনপি সব সময় পাশে থাকবে। ”
হিন্দু সম্প্রদায় সম্পর্কে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে ফখরুল বলেন, “বিএনপির গঠনতন্ত্রে বলা আছে, আমরা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। কোনো সুনির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দিই না।


“অথচ আমাদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয়া হয়। এখানে কখনোই বিভেদের প্রশ্ন আসতে পারে না। যারা বিভেদের সৃষ্টি করছে, তাদের হীন উদ্দেশ্য রয়েছে। ”
ধর্মের ‘ব্যবহার’ও বিএনপি সমর্থন করে না বলে জানান তিনি।
বিএনপির মুখপাত্র দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, “গণতন্ত্র আজ বিপন্ন হয়ে পড়েছে।

এই গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই-সংগ্রাম করতে হবে। ’’
আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে এই সভার শুরু হয় গীতা পাঠের মধ্য দিয়ে। ইসকন সভাপতি সত্য রঞ্জন বাড়ৈয়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ সুখী সুশীল দাস ব্রহ্মচারী।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুণ্ডু উপস্থিত ছিলেন।


ইসকনের উদ্যোগে গত ১০ জুলাই রথযাত্রা শুরু হয়। নয় দিনব্যাপী অনুষ্ঠান শেষে উল্টো রথযাত্রা হবে আগামী ১৮ জুলাই।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.