আমাদের কথা খুঁজে নিন

   

আতলেতিকোর মাঠে বার্সার ভরসা মেসি

ইউরোপের প্রতিযোগিতার এই মঞ্চে নিজেদের মাঠে আতলেতিকোর পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শেষ আটের দ্বিতীয় লেগে চ্যাম্পিয়ন্স লিগে এ মাঠে টানা পঞ্চম জয়ের সন্ধানে খেলতে নামবে তারা।
সব ধরনের ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৭ ম্যাচের ১৬টিতেই এ মাঠে জিতেছে আতলেতিকো। পরিসংখ্যান এবারও আতলেতিকোর পক্ষে গেলে ১৯৭৪ সালের পর আবার ইউরোপীয় প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠবে এ মৌসুমে চমক জাগানো দলটি।
তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা সপ্তম সেমি-ফাইনালের সামনে দাঁড়ানো বার্সেলোনা নিজেদের দিনে যেকোনো দলকেই উড়িয়ে দিতে পারে।


অনুশীলনে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: আতলেতিকো মাদ্রিদ

আতলেতিকোর ডিফেন্ডার হোয়াও মিরান্দাও মানছেন, বার্সেলোনা বড় দল। তবে সবাইকে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, খেলাটা হচ্ছে তাদেরই মাঠে এবং বড় ম্যাচ খেলতে অভ্যস্ত তাদের দল।
অনুশীলনে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। ছবি: আতলেতিকো মাদ্রিদ
বার্সেলোনাকে রুখে দেয়ার সামর্থ্যের প্রমাণ আতলেতিকো এ মৌসুমে ভালোই দিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগ-সহ এ মৌসুমে দুই দলের চার বার দেখা হয়েছে। চারটি ম্যাচই ছিল অমীমাংসিত।
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো বড় দলগুলোকে পেছনে ফেলে আপাতত স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকারও শীর্ষে আতলেতিকো।   
আতলেতিকোর বিপক্ষে এই জয়-খরা কাটানোর অস্ত্র বার্সেলোনা দলে আছে। আতলেতিকোর বিপক্ষে এই ম্যাচের আগে ক্লাবটি তাদের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরেছে।

আতলেতিকোকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ওঠার স্বপ্ন দেখছে তারা। আর দলের আজেন্টিনার ফরোয়ার্ড মেসি আতলেতিকোকে ছিন্নভিন্ন করে দেয়ার নেতৃত্বটা দেবেন বলেও দাবি ক্লাবটির।
এর পেছনে একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। আতলেতিকোর বিপক্ষে এ পর্যন্ত ২০টি গোল করেছেন মেসি। মেসি গোল করেছেন, এমন ম্যাচের শুধু একটিতেই আতলেতিকোর বিপক্ষে হেরেছে বার্সেলোনা।

তবে এ মৌসুমে আতলেতিকোর বিপক্ষে কোনো ম্যাচে গোল করতে পারেননি মেসি। ভিসেন্তে কালদেরনের ম্যাচের আগে তাই বার্সা সমর্থকরা মনেপ্রাণে চাইবেন, মেসি গোল করুক।
কে গোল করলেন, তাতে কিছু যায় আসে না বার্সেলোনার মাঝমাঠের কারিগর চাভি হার্নান্দেজের। শুধু দলের কাছ থেকে শুরুতেই গোল চান তিনি।
ম্যাচটিকে কঠিন মেনে নিয়ে চাভি বলেন, “সত্যিকার অর্থেই এটি একটি কঠিন ম্যাচ।

তবে আমাদের আগে গোল করতে হবে। যেটা আমরা আগের চারটি ম্যাচে করতে পারিনি। ”
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।