আমাদের কথা খুঁজে নিন

   

'অবৈধ' সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিজয় হবেই

পঞ্চম দফায় ২৩দিন কারাভোগের পর আজ মঙ্গলবার  মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান ফখরুল। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

জেল গেটে সাংবাদিকদের তিনি বলেন, 'অবৈধ, দখলদার ও জুলুমবাজ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। জনগণের এ গণতান্ত্রিক আন্দোলনের বিজয় অবশ্যই হবে।

'

এদিকে কারামুক্তির পর তিনি সরাসরি বাসায় চলে যান। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

কারাফটকে মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে শামীমুর রহমান শামীম, ফরহাদ হোসেন আজাদ, শায়রুল কবীর খান, কাজী সাইদুল আলম বাবুল, নমরু চৌধুরী, কামাল আনোয়ার আহম্মেদ, ইউনুস আলী, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।  

বর্তমান সরকারের গেল দুই বছরে 'প্রশ্নবদ্ধি' মামলায় মির্জা ফখরুল চারবার কারাভোগ করেন। রাজনীতিতে 'ক্লিনম্যান' খ্যাত বিএনপির এই নেতার বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বে কোনও দলের মহাসচিবকে পাঁচবার কারাগারে যেতে হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.