আমাদের কথা খুঁজে নিন

   

জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি:-তারেক রহমান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ফের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইতিহাস জানতে হলে, বেশী করে ইতিহাস অধ্যয়ন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী-এমপিরা কোন যুক্তি দাঁড় করাতে না পেরে বক্তব্যের বিরোধিতা করছে।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রমাণ আওয়ামীলীগের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবিদের বক্তব্য ও লেখা বইতেও রয়েছে। এসময় তিনি আওয়ামীলীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সেক্টর কমান্ডার কেএম শফিউল্লাহ, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনসহ আওয়ামীলীগ নেতা ও বুদ্ধিজীবিদের লেখা বই থেকে বিভিন্ন তথ্য ও দলিল সমাবেশে উপস্থাপন করেন।

বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ও মন্ত্রীসভা অবৈধ। তাদের কথার কোন যুক্তিকতা নেই। তিনি বলেন,বর্তমান প্রধানমন্ত্রী ও তার নেতা-কর্মীরা কেবল ইতিহাসের এ সত্যকে নিয়ে সমালোচনা করছে। আমার বক্তব্যের পর তারা এখনো পর্যন্ত তাদের কথার স্বপক্ষে কোন সঠিক তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এসময় প্রজেক্টরের মাধ্যমে জিয়াউর রহমানই যে প্রথম প্রেসিডেন্ট ছিলেন এর স্বপক্ষে দেশী-বিদেশী ঐতিহাসিক, রাজনীতিবিদ ও লেখকদের বিভিন্ন প্রামাণ্য দলিল সমাবেশে উপস্থাপন করেন।

 

তারেক রহমান বলেন, শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফিরে আসেন, তখন পাকিস্তানের পাসপোর্ট সাথে ছিলো। দেশে এসে তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন।  

সুধী সমাবেশে যুক্তরাজ্যে বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে যোগ দেন।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.