আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: জিয়াউর রহমান



মুসলিম দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান কিছু স্বিদ্ধান্ত নিয়েছিলেন যা এখন ভুল মনে হলেও সেসময়ের প্রেক্ষাপটে যুক্তিযুক্ত ছিলো। আজকে তার বিরুদ্ধে যা কিছুই বলা হচ্ছে তার সবটুকুই শুধু বিরোধীতার কারণেই বিরোধীতা। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সাহসী রাষ্ট্রনায়ক। বর্তমান সময়ের আমাদের দেশের ভীতুমার্কা রাজনীতিবিদদের দিয়ে দেশের ভালো কোনোদিনই হবে না। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশীদের মারা হচ্ছে অথচ কোনো রাজনীতিবিদদের সাহসী কোনো পদক্ষেপ দেখলাম না। আর তারাই কিনা এখন জিয়াউর রহমানকে নিয়ে আজেবাজে কথা বলে। জিয়াউর রহমান যদি আজকে জীবিত থাকতেন তাহলে সীমান্তে বাংলাদেশী মানুষ হত্যাতো দূরে থাক , সীমান্তের ভিতরেই ঢুকতে পারতো না। আমাদের আরো কিছু নেতা আছেন যাদের কেউ একজনও যদি জীবিত থাকতেন তবে আমাদের দেশের এমন অবস্থা হতো না। যেমন: শেখ মুজিবর রহমান, মাওলানা ভাসানী তাদের মধ্যে অন্যতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।