আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জামাল ছেড়ে সনি মোহনবাগানে!

আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হতে পারেনি ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শতবর্ষের পুরনো এ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে এগিয়ে থেকেও টাইব্রেকারে কলকাতা মোহামেডানের কাছে হেরে যায় শেখ জামাল। অভিযোগ উঠেছে, রেফারির পক্ষপাতিত্বে শেখ জামাল চ্যাম্পিয়ন হতে পারেনি, যেমনটি ঘটেছিল ঢাকা মোহামেডানের বেলায়। যাক রানার্সআপ হলেও আইএফএ শিল্ডে রীতিমতো আলোড়ন তুলে বাংলাদেশের ফেডারেশন কাপ বিজয়ীরা। গ্রুপ পর্বে ম্যাচে মোহনবাগানকে ১ ও সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল।

একই টুর্নামেন্টে ভারতের মাটিতে ভারতখ্যাত দুই দলকে হারানোর রেকর্ড বাংলাদেশের কারোর নেই। টুর্নামেন্টে শেখ জামালের হাইতিয়ান স্ট্রাইকার সনি নর্দের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। ভারতের অনেক মিডিয়ায় উল্লেখ করে, এর আগে তারা এত ভালোমানের বিদেশি দেখেনি। টুর্নামেন্ট চলাকালেই কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মোহামেডান আগামী মৌসুমে তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে ভালো অর্থের অফার দেওয়ায় ঢাকায় এসে সনি নিজেই জানান, যদি ভারতে খেলি তাহলে মোহনবাগান বা ইস্ট বেঙ্গলেই খেলব।

তবে চলতি মৌসুমে তিনি শেখ জামালেই থাকবেন তা দৃঢ়ভাবে জানান।

চলতি মৌসুমে প্রায় ৭৭ লাখ টাকার পারিশ্রমিকে সনি তার পুরনো দল শেখ রাসেল ছেড়ে শেখ জামালে যোগ দেন। বাংলাদেশের ঘরোয়া আসরে এটিই সর্বোচ্চ পারিশ্রমিক। ঢাকায় ফিরে আসার পর শেখ জামাল সনির খেলায় সেই নৈপুণ্য খুঁজে পাচ্ছে না। লিগে আবাহনীর চেয়ে দুই পয়েন্ট বেশি থেকে তারা প্রথম পর্বে শীর্ষে রয়েছে।

এর মধ্যে আবার স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালে আবাহনীর কাছে হেরে তারা বিদায় নেয়। এমন পারফরম্যান্সে দলের হাইকমান্ড সনির ওপর নাকি বেশ ক্ষুব্ধ। কেউ কেউ নাকি তাকে বলেছেন, পারিশ্রমিক অনুযায়ী মাঠে তোমার কাছ থেকে দল সার্ভিস পাচ্ছে না। আর এ থেকেই সনিও কর্মকর্তাদের আচরণে মনঃক্ষুণ্ন ছিলেন। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, সনি যে কোনো সময় কলকাতা চলে যেতে পারেন।

গতকাল তো সকাল থেকেই ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন ছিল সনি নর্দে ঢাকা ছেড়ে মোহনবাগানে চলে গেছেন। ১৬ এপ্রিল পেশাদার লিগে দ্বিতীয় পর্বে শেখ জামালের প্রথম ম্যাচ। তাই পুরো দল এখন কঠিন অনুশীলনে ব্যস্ত। এই অনুশীলনে সনিকে দেখা না যাওয়ায় গুঞ্জনটা আরও জোরালো হয়। তাছাড়া ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয় সনি নর্দে এখন মোহনবাগানে।

গতকাল ক্লাব সভাপতি মনজুর কাদেরের কাছে এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গুঞ্জন গুঞ্জনই সনি শেখ জামালেই খেলবে। তবে তাকে তিনদিনের ছুটি দেওয়া হয়েছে। কাদের জানান কিছুদিন আগে বেলজিয়াম লিগ খেলার জন্য সেখানকার একটি ক্লাব তাকে ট্রায়ালে ডেকেছেন। তাই শুক্রবার সকালেই ও বেলজিয়ামের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবে এবং ১৪ এপ্রিল ফিরে আসবে। কাদের বলেন, সনির সঙ্গে আমার কথা হয়েছে ও যদি ট্রায়ালে টিকে যায় তাহলে তাকে শেখ জামাল ছাড়ার অনুমতি দেবে।

কারণ একটা ছেলে ইউরোপিয়ান লিগে সুযোগ পেলে সংগঠক হিসেবে তাকে তো আটকিতে রাখতে পারি না। ট্রায়ালে ব্যর্থ হলে সনি শেখ জামালেই খেলবে এবং ১৬ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে। মোহনবাগান প্রসঙ্গে তিনি বলেন, কলকাতার অনেক সাংবাদিকও আমাকে ফোন করেন। বুঝলাম না তারা কীভাবে ভাবছেন চুক্তি থাকার পর সনি শেখ জামাল ছেড়ে মেহনবাগানে যোগ দেবে? যাক কাদের বেলজিয়ামের কথা বললেও অনেকেই বলছেন, আসল ঘটনা মোহনবাগানই। কাদের বিষয়টি নিয়ে কথা বাড়াতে না চাইলেও ফুটবল সংশ্লিষ্ট শেখ জামালের এক কর্মকর্তা জানান, কাদের ভাই সনির কাছে লিখিত কমিনমেন্ট নিয়েই তাকে ছুটি দিয়েছেন।

ও যদি নির্ধারিত সময়ে ফিরে না আসে তাহলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।