আমাদের কথা খুঁজে নিন

   

টুইটার সমীক্ষায় এগিয়ে মোদী-কেজরিওয়াল, দলে বিজেপি

লোকসভা নির্বাচন নিয়ে ভারতে এখন চায়ের দোকান থেকে বাড়ির বারান্দা- সর্বত্র আলোচনার ঢেউ আছড়ে পড়ছে। কে হচ্ছেন বৃহৎ গণতান্ত্রিক দেশটির ভবিষ্যৎ অভিভাবক? কার হাতে দেশটির দায়িত্ব গেলে উন্নয়নের স্পেসশিপটি সকল বাঁধা পেরিয়ে সাই সাই করে ছুটে চলবে - এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ধোঁয়া উঠছে বিতর্কের। বিশ্লেষণ, বিতর্ক চলছে ইন্টারনেট দুনিয়ায়। আর এতে যোগ দিচ্ছে টিনএজ প্রজন্ম থেকে পাড়ার মধ্য বয়সী চাচ্চুটিও।

তথ্য প্রযুক্তিবিদরাও ইন্টারনেটে বিতর্কের সূত্র ধরে রাজনীতিবিদদের নম্বর দিতে ব্যস্ত। সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের এক সমীক্ষায় দেখা গেছে বর্তমানে ভারতের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে আলোচিতদের তালিকায় এক নম্বরে আছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

সিমপ্লিফাই৩৬০ নামের একটি সোস্যাল বিজনেস ফার্ম এই সমীক্ষা চালিয়েছে। রাজনীতিবিদদের সচেতনতা, মোট বিস্তৃতি, অন্যান্য সোস্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের উপস্থিতি, ছবি-ভিডিও-লিঙ্ক শেয়ার, তাদের নিয়ে সাধারণ মানুষের সন্তোষ ইত্যাদি নানা ধরণের পরিমিতিতে জনপ্রিয়তা মাপা হয়েছে। এবং এই পরিমিতির সমষ্টিকে সিমপ্লিফাই সোস্যাল ইনডেক্স বলা হচ্ছে।

এই সোস্যাল ইনডেক্স যার যত বেশি হবে তার জনপ্রিয়তা তত বেশি হবে।

নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁর সিমপ্লিফাই সোস্যাল ইনডেক্স (এসএসআই) হল ৭৬। যা বাকিদের থেকে বেশি। ১,৯৭,৯০২ জন মোদীর বিষয়ে টুইটারে আলোচনা করেন। মোদীর এক মাসে মোট 'বাজ' ১৫,২৯.৭৯৬।

নির্বাচনী যুদ্ধ মূলত মোদী-রাহুল গান্ধী হলেও টুইটার যুদ্ধে কিন্ত মোদীর সঙ্গে লড়াইয়ে রাহুলকে টেক্কা দিয়ে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এসএসআই পর্যায়ক্রমে কেজরিওয়াল রয়েছেন ৭৩-এ। যদিও তাঁর বিষয়ে টুইটারে আলোচনা করেন ২,২০,০৬৯ এবং এক মাসের মোট 'বাজ' ২০,১৪,২৫৯ যা মোদীর থেকে বেশি। তবে এসএসআই-এর অন্যান্য পরিমিতিতে কিছুটা পিছিয়ে পড়েছেন কেজরিবাবু।

তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

রাহুলের এসএসআই পর্যায়ক্রম ৭২। মার্চ মাসের নিরিখে কমপক্ষে ৭৯,৭১৩ জন রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৩,২৯,১৮০। ছেলের পিছু পিছু আসছেন মা। সোনিয়া রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর এসএসআই পর্যায়ক্রম ৭১।

৬৮ এসএসআই পর্যায়ক্রম নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন বিজেপির রাজনাথ সিং। ৬৬ এসএসআই পর্যায়ক্রম নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন মনমোহন সিং এবং শশী থারুর। শরদ পাওয়ার, যোগেন্দ্র যাদব এবং অরুণ জেটলি যথাক্রমে রয়েছেন অষ্টম, নবম ও দশম স্থানে।

রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক দলগুলির উপরও সমীক্ষা চালিয়েছে এই ফার্ম। মোদী হাওয়ায় ভারতীয় জনতা পার্টি টুইটারেও হিট এবার।

বিজেপির ক্ষেত্রে দেখা গিয়েছে এসএসআই পর্যায়ক্রম হল ৭৪। ২,১০,১০৫ জন মোদীর বিষয়ে টুইটারে আলোচনা করেন। মোদীর এক মাসে মোট 'বাজ' ২১,১৬.৫৬২।

দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। কংগ্রেসের এসএসআই পর্যায়ক্রম ৭৩।

মার্চ মাসের নিরিখে কমপক্ষে ১,২৪,৬৩৩ রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৪,৭৯,৪৭৭। বিজেপি ও কংগ্রেসের পরেই রয়েছে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নেওয়া আম আদমি পার্টি। এসএসআই পর্যায়ক্রম ৭২। কমপক্ষে ১,০৯,০৯৭ রাহুলের বিষয়ে আলোচনা করেন এবং ওই মাসের মোট 'বাজ' ৮,০৫,০৯২।

এনসিপি, বিএসপি, ডিএমকে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠা স্থানে রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।