আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে হরতালকারীদের বিক্ষোভ, সমাবেশ

পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে রোববার পাহাড়ের এ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সংগঠনটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে পিকেটিং করছে হরতাল সমর্থকরা। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভও করে।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহবায়ক আব্দুল মজিদ।
এ সময় তিনি বলেন, সারাদেশে এক আইন, পার্বত্য চট্টগ্রামে অন্য আইন মেনে নেয়া হবে না।


দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের অধিকার আদায়ের আন্দোলন চলবে বলে তিনি জানান।
সকাল থেকে এ অঞ্চলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে কোনো দোকানপাটও খোলেনি।
শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
একই দাবিতে গত ৩০ মে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ করে সংগঠনটি।


গত ২৭ মে মন্ত্রিসভার এক বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.