আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত পাহাড়! খাগড়াছড়িতে ১৪৪ধারা জারী

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

ভূমি বিরোধের জের ধরে গত শনিবার রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট গ্রামে পাহাড়ী ও বাঙ্গালী সম্প্রদায়ের মধ্যে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র। গত শনিবার উভয় সম্প্রদায়ের মধ্যে সংগঠিত দাঙ্গায় ২জন আদিবাসী নিহত হয়। আহত হয় অনেকেই। আজ(মঙ্গলবার) খাগড়াছড়িতে ইউপিডিএফ এর হামলায় মারা যায় ১জন বাঙ্গালী।

বাঘাইহাটে সংগঠিত ঘটনায় পাহাড়ীদের ৭৬টি ঘর এবং বাঙ্গালীদের ৪১টি ঘর অগ্নিসংযোগে পুড়ে যায়। পুড়ে ছাই হয় মন্দির, স্কুলও। গত রবিবার প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ঘটনাস্থলে গেলে বিভিন্ন স্থানে তাকে অবরোধ করে উভয় সম্প্রদায়ের মানুষ। ভাংচুর করা হয় বাঘাইছড়ি উপজেলার ইউএনও এর গাড়ি। পাহাড়ের সর্বত্র এখন বিরাজ করছে অবিশ্বাস আর সন্দেহ।

যারা একসময় বসে একসাথে আড্ডা দিত,খাওয়া দাওয়া করত, তাদের মনেও সন্দেহ আর অবিশ্বাস। আজ ইউপিডিএফ এর অবরোধকালীন সময়ে খাগড়াছড়িতে বিভিন্ন দোকানপাটে হামলা চালালে বাঙ্গালীদের সাথে দিনভর আক্রমন পাল্টা আক্রমন চলে। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এবং অনেক ঘরবাড়ি পুড়ে যায়। মারা যায় আনোয়ার হোসেন নামে একজন। আহত হয় কমপক্ষে ৫০জন।

বর্তমানে খাগড়াছড়ি ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগাড়াছড়ি পৌর এলাকায় ১৪৪ ধারা জারী করেছে প্রশাসন। এদিকে বাঙ্গালীরা অভিযোগ এনেছে গনমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে এবং একপেশে সংবাদ পরিবেশন করা হচ্ছে। বাঘাইহাটে সংগঠিত ঘটনার প্রকৃত সংবাদ টেলিভিশন ও পত্রিকায় না আসার অভিযোগে আজ বাঙ্গালীরা সংঘর্ষ চলাকালীন সময়ে এনটিভির সাংবাদিক তালাত মামুনসহ স্থাণীয় অনেক সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।