আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম পারিবারিক জীবনকে উৎসাহিত করেছে

ইসলাম বৈরাগ্য সাধনায় বিশ্বাসী নয়। নারী-পুরুষের বিবাহবন্ধনকে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন- 'প্রতিটি জিনিসই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। (সূরা জারিয়াত, আয়াত নাম্বার ৪৯)

জীবজগতের প্রতিটি প্রাণীর জন্য মহান আল্লাহর এ এক মহান বিধান। পৃথিবীর প্রথম মানব হজরত আদম (আ.) ও প্রথম মানবী বিবি হাওয়া।

আল্লাহর ইচ্ছায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রথম মানব-মানবী তাদের পারিবারিক জীবন শুরু করেন জান্নাতে। পরবর্তী সময়ে আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় তাদের জান্নাত থেকে বহিষ্কার করা হয়। পাঠানো হয় পৃথিবীতে। দুজনকে পৃথিবীর দুই প্রান্তে।

পৃথিবীতে আদম (আ.) ও হাওয়া (আ.) তাদের গোনাহর জন্য মাফ চান। আল্লাহ তাদের তওবা গ্রহণ করেন। শেষ পর্যন্ত তাদের মিলন ঘটে। পৃথিবীতেও তারা পারিবারিক জীবন শুরু করেন। দুনিয়ার সব মানুষই আদম ও হাওয়া (আ.)-এর বংশধর।

ইসলামে বিবাহের ক্ষেত্রে নারীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। স্ত্রীর মহরানা আদায়ের মাধ্যমে পুরুষ কোনো নারীর স্বামী হিসেবে মর্যাদা লাভ করে। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে- 'তোমরা স্ত্রীদের প্রাপ্য মহরানা স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে। (সূরা নিসা, আয়াত ৪)

বিয়ে সম্পর্কে পুরুষদের যে নির্দেশনা ইসলাম দিয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করা হয়েছে, 'তোমরা কেবল নারীদের রূপ-সৌন্দর্য দেখে বিয়ে কর না।

কেননা, এ রূপ-সৌন্দর্য অনেক সময় তাদের ধ্বংসের কারণ হতে পারে। তাদের ধন-সম্পদের লোভে পড়েও বিয়ে করবে না। কেননা এ ধন-সম্পদ তাদের বিদ্রোহী ও অনমনীয় বানাতে পারে। বরং তাদের দীনদারির গুণ দেখেই তবে বিয়ে করবে। বস্তুত একজন দীনদার কৃষ্ণাঙ্গ দাসীও অনেক ভালো।

(ইবনে মাযাহ)

ইসলামে স্ত্রীর সঙ্গে সুসম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে স্ত্রীকে স্বামীর পোশাকস্বরূপ বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 'তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্বামীর কাছে উত্তম। ' (তিরমিজি) আরেক হাদিসে স্ত্রীদের সঙ্গে সুআচরণের নির্দেশ দেওয়া হচ্ছে। স্ত্রীর সঙ্গে সুআচরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত।

লেখক : ইসলামী গবেষক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.