আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস করুন,আমি বাথরুমে হাগু করছিলাম যখন ভুমিকম্প হচ্ছিলো।কি আশ্চর্য,এর আগেও এরকম ৪ বার হয়েছে!!

আল্লাহর গজবের ভয় করছি !! এ পর্যন্ত মোট চার বার এরকম হোল।এর মধ্যে তিন বার হাগু আর এক বার মুতু করতে বাথরুমে যাবার পর "কাজ" শেষে বাথরুম থেকে ফিরার পর দেখি ঘরের সবাই "আবালের"মত বড় বড় চোখ করে আমার দিকে চেয়ে আছে! যেই না জানতে চেয়েছি যে কি হয়েছে আর অমনি "চিৎকার"প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার লাভের আশায় (আমার তাই-ই মনে হয় অন্তত)কে কত আগে এবং কত তাড়াতাড়ি পারে;আমাকে জানায় "আরে সাবু এইমাত্র হেভি একটা ভূমিকম্প হয়ে গেলো,কেন তুমি কি একটুও টের পাওনি?" আচ্ছা,আপনারাই বলেন,যে জায়গায় "ভোগে নয় ত্যাগেই সুখ"-সেখানে গেলে কি এত কিছু টের পাওয়া যায়?ভূমিকম্প ঘটার পর আমি বুঝতে পারি মহামান্য বাথরুমে যাওয়ার হাকিকত ও ফজিলত!! আমার ঘরের মানুষগুলো না একদম একেকটা "ইয়ে"!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.