আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার আইজু বেষ্ট অফ লাক !

দায়িত্ববান নাগরিক আইজুকে পছন্দ করতাম না। খুশিও হয়েছিলাম শুরুতে পরিচয় ফাস করে দেয়ায়, কারন ফেবুতে আমাকে ইনবক্সে গালি দিয়েছিল । একটা নোংরামী দেখে খারাপ লেগেছে- আইজুর ওয়াইফকেও এভাবে বিব্রত করার কারনে। যাইহোক আইজুকে মাফ করে দিয়েছি, শাস্তি যা পাওয়ার পেয়ে গেছে। শুদ্ধি হলেই তার জন্য ভালো।

তবে সবচেয়ে খারাপ লাগার যেটা কাজ করছে সেটা হলো দুইপক্ষের উপরই ঘৃণা লাগছে। ব্লগ/ অনলাইন মাধ্যম সাচ এ শিট! জামাত শিবির/বাশেরকেল্লাই জয়ী দুইপক্ষের এই নোংরামীতে। তবে একটা কথা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের পক্ষের লেখকদের সংখ্যায় বেশি হওয়ার কারনে বিলাসিতা করার সুযোগ বেশি, করেও। অন্যদিকে জামাত শিবির হেফাজতীরা তুলনামূলক কম হলেও খুব ইউনাইটেড এবং অর্গানাইজড্। যুদ্ধে জয়ী হয় কারা? যারা অর্গানাইজড্ এবং ইউনাইটেড।

ডাক্তার আইজুর যদি সৎ সাহস থাকে তাহলে তার উচিৎ দমে না গিয়ে প্রোফাইলে ছবি লাগিয়ে এখন থেকে ব্লগিং করা। জনপ্রিয়তা কম নয় আইজুর। গালাগালি ট্যাকল দিতে পারলে জনপ্রিয়তা ইনজয় করার সুযোগ আছে। বেষ্ট অফ লাক ! সামান্য একটা ব্যাপার নিয়ে ব্লগে পোষ্ট করলাম তার কারন আছে। এই ঘটনায় মোরাল আছে।

মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি প্লিজ বি অর্গানাইজড্ এন্ড ইউনাইটেড। শত্রুপক্ষ খুব শক্তিশালী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.