আমাদের কথা খুঁজে নিন

   

সর্বনাশের ডানা মেলে প্রতীক্ষায় আছি...

১, সুনীল কবি মিলিয়ে যায় নীলিমায়... পড়ে থাকে কিছু ঝরা পালক। যার যে কোন একটি দিয়েই- অনায়াসে কিনে ফেলা যেত, তোমাদের সভ্যতার যেকোনো সাম্রাজ্য... [কবি সুনীল গঙ্গোপাধ্যায় সমীপে শ্রদ্ধা] ২, নষ্ট অতীতের জ্বালা বয়ে আনা, নস্টালজিক কালো কাজল মেঘদল, তোমাদেরকেই নৈবেদ্য দেব বলে, সর্বনাশের ডানা মেলে প্রতীক্ষায় আছি... ৩, যে জীবনে মিলনের মূলসুত্রই না মেলা, সেই জীবনে সমান্তরাল রেখারা কভু মেলে না, যদিও অসীমে মেলার স্বপ্ন বুনে চলে। তারপরেও তুমি যদি আমাকে চাও- তবে তুমি সমান্তরালই থেক... ৪, আশ্বিনী ঝড়ে তোরও বুকে যদি বান ডাকে, কাশবন আর চড়ুই এর আঁচল তুলে, নদীর মত তুইও আসিস নেচে। নৌকো ছেড়ে বাঁশি হাতে শঙ্খচূড় সাজে, দেখিস তুই, দেখাব তোকে, ঝিনুক বুকে সর্বনাশের মুক্তো কেমনে গাঁথে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.