আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুদ জলাধার - Ivanhoe reservoir

উপরের ছবি দেখে প্রথমে মনে করেছিলাম লেক ভরা পাখি বা অন্য কোন প্রানি ভিড় করেছে । আইভানহো জলাধার (Ivanhoe reservoir) ১০৩ বছর ধরে লস এঞ্জেলস এর প্রায় ৬ লাখ মানুষের পানির চাহিদা পুরন করে আসছে । ২০০৭ সালে ডিপার্টমেন্ট অফ ওয়াটার প্রটেকশন এই পানিতে উচ্চমাত্রার ব্রোমেট পায়। যা শরিরের জন্য ক্ষতিকারক। সাধারনত পানিতে ব্রোমাইট থাকে আর পানি থেকে ব্যাকটেরিয়া নির্মূলের জন্য ক্লোরিন ব্যাবহার করা হয়।

ব্রোমাইট আর ক্লোরিন সূর্যালোক এর সাথে বিক্রিয়া করে ব্রোমেট সৃষ্টি করে। ব্রোমেট শরীরে কান্সার এর সৃষ্টি করে । ডিপার্টমেন্ট অফ ওয়াটার প্রটেকশন এই সমস্যা থেকে রেহাই পেতে একটি নতুন ভুগর্ভস্ত জলাধার নির্মাণ শুরু করে। কিন্তু যত দিন না নির্মাণ কাজ সম্পন্য হচ্ছে তত দিন কিভাবে এই পানি ব্যাবহার করা যায় বা এই পানি কে দূষণ মুক্ত রেখে ব্যাবহার করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা ও চলতে থাকে। যেহেতু সূর্যকিরণ ই শেষ উপাদান যা ব্রোমাইট আর ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে ব্রোমেট সৃষ্টি করে সেহেতু কিভাবে সূর্যকিরণ কে এই পানি থেকে দূরে রাখা যায় তার কয়েকটি উপায় বের করা হয়।

যেমনঃ মেটাল কভার দিয়ে ঢেকে দেওয়া, পানিতে অ্যালগির আস্তরণ সৃষ্টি করে ঢেকে দেওয়া আরও অনেক কিছু। কিন্তু শেষ পযন্ত বিশিষ্ট বায়লজিস্ট Brian White বার্ড বল ব্যাবহারের পরামর্শ দেন। বার্ড বল পলিইথাইলিন দ্বারা তৈরি পানিতে ভেসে থাকে এবং কাল রঙের বল যা সাধারণত এয়ারপোর্টে ব্যাবহার করা হয় পাখি প্রতিরোধ করার জন্য। বল গুলো সস্তা - প্রতিটি বল মাত্র ৪০ সেন্ট, অথএব যে কোন পদ্ধতি থেকে এটি সস্তা প্রতীয়মান হয় । এবং বলের উপর কার্বন এর কালো আস্তরণ আলট্রাভাওলেট রশ্মি প্রতিরোধ এ যথেষ্ট শক্তিশালী প্রতীয়মান হয় ।

২০০৮ সালের জুনে ৪ লাখ বার্ড বল দিয়ে আইভানহো জলাধার ঢেকে দেওয়া হয়। এগুলো নতুন ভুগর্ভস্ত জলাধার নির্মাণ কাজ সম্পন্য না হওয়া পযন্ত থাকবে। তথসুত্রঃ ইন্টারনেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।