আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের কিছু বিখ্যাত উক্তি

ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা রবার্ট মুগাবে,২০০৬ _ক্রিকেট মানুষ কে সামজিক করে তোলে এবং সমাজে ভদ্র লোকের সংখা বাড়িয়ে দেয়। আমি চাই জিম্বাবুয়েতে সবাই ক্রিকেট খেলুক কারন আমরা জাতি হিসেবে ভদ্র হতে চাই। ১৯৯৯,ড্যারেল কালিনান উইকেটে যাওয়ার সময় শেন ওয়ার্ণ তাকে বলছিল, _আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য দুই বছর অপেক্ষা করছি,আর তুমি এই এলে। জবাবে কালিনান বলেছিল, _তোমার কাছে কি এর কিছু আর অবশিষ্ট আছে,আমার তো মনে হয় তা তুমি অনেক আগেই খাওয়ার সাথে গিলে ফেলেছো। লুল ১৯৯৭,ইংলিশ স্পিনার জন এম্বুরে তার ইঞ্জুরি নিয়ে, _সত্যি বলতে কি,দ্য ফাকিং ফাকার ইজ ফাকিং ফাকড।

জন এম্বুরে কে নিয়ে মাইক স্লেভ একবার বলেছিল, এম্বুরে যদি তার কথা থেকে এক্সপ্লেটিভস বাদ দেয় তাহলে তার কথা ৫০ভাগ কমে যাবে। ১৯৯৭,সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম গুচ তার অবসর প্রসঙ্গে, _পেট্রল ট্যাঙ্ক পাঁচ বছর ধরে একটু একটু করে খালি হয়ে এবার পুরো খালি। ১৯৯৭,অস্ট্রেলিয়ান পেসার ডেনিস লিলি ইংলিশ ব্যাটস ম্যান জিওফ বয়কট কে স্বার্থপর বুঝাতে, _সে তার যৌবনের শুরুতে একবার নিজের প্রেমে পড়েছিল,এখনও সেই প্রেমে ও পুরোপুরি বিশ্বস্ত। ১৯৯৫, ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি টেস্ট খেলা জন ও'য়র ইংলিশ ব্যাটসম্যান ডেনিস কম্পটন প্রসঙ্গে। _কম্পটন হচ্ছে একমাত্র ব্যাক্তি যে কিনা তার পার্টনারকে রানের জন্য কল করে এবং এক ই সময়ে শুভকামনা জানায়।

লুল ১৯৯৪,এননিমস, _এই আমাদের ডেরেক র‌্যান্ডল। যাকে ব্যাট করতে দেখলে মনে হয় পাইলস নিয়ে কোন অক্টোপাস ব্যাট করছে। ১৯৯৩, ফ্রেড ট্রুম্যান ইংলিশ ব্যাটসম্যান জিওফ বয়কটের বাকপটুতায়ে বিরক্ত হয়ে, _বয়কটের ব্যাট যদি তার জিহবার মত চলত তবে ওকে ব্যাটিং করতে দেখে লোকে মাঠ ছেড়ে বেরুনোর লাইনে না থেকে মাঠে ঢোকার লাইনে থাকত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।