আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিৎকে নিয়ে প্রীতমের গান

বিশ্বজিৎকে নিয়ে প্রীতমের গান ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচীর দিন ৯ ডিসেম্বর নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন সারা দেশের মানুষ। সেই বিশ্বজিৎকে নিয়ে গান তৈরি করলেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। 'রাম রহিমের দেশে আমি হিন্দুর সন্তান, আমার নাম বিশ্বজিৎ, বন্ধুরা মুসলমান' গানটির কথা ও সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম। এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচার, কানসাট, ফেলানি ও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়বস্তু নিয়ে গান তৈরি করেছিলেন কণ্ঠশিল্পী প্রীতম। বিশ্বজিৎকে নিয়ে গান তৈরি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে প্রীতম বলেন, 'অসাম্প্রদায়িক একটি দেশের নাম বাংলাদেশ।

কিন্তু ধর্ম নিয়ে আমাদের দেশটাতে হানাহানি লেগেই আছে। ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। ' প্রীতম বলেন, 'সম্প্রতি বিশ্বজিৎকে সবার সামনে যেভাবে হত্যা করা হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের একজন সচেতন নাগরিক ও শিল্পী হিসেবে কর্তব্যবোধের জায়গা থেকেই বিশ্বজিৎকে নিয়ে গান বেঁধেছি আমি। ' প্রীতম আরও বলেন, 'বিশ্বজিত্ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী দেশের ১৬ কোটি মানুষ।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ছবি ও ভিডিও দেখে হত্যাকারীদের শনাক্ত করতে পারব আমরা সবাই। অথচ মামলার এজাহারে গ্রেপ্তারকৃতদেরকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমাকে যার পর নাই অবাক করেছে। আসলে এই দেশে আমি কিংবা আপনি কেউই নিরাপদ নই। স্বজন হারানোর যে কী তীব্র যাতনা তা আমি বুঝি।

কারণ আমার ভাইকে খুন করা হয়েছিল। খুনিরা শনাক্ত না হওয়ায় আমার ভাইয়ের খুনের বিচার আমি পাইনি। কিন্তু বিশ্বজিতের খুনিদেরকেতো সবাই চেনে। যে কোনো উপায়ে নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.